পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে মুসল্লিদের জন্য ভ্রাম্যমাণ পাঠাগার চালু করা হয়েছে। পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস তা উদ্বোধন করেন। হারাম শরিফের কিং আবদুল্লাহ সম্প্রসারিত প্রাঙ্গণে মসজিদুল হারামের পাঠাগার ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে তা চালু হয়। মসজিদুল হারামের সাধারণ পরিষেবা বিভাগের প্রধান আফনান আল-লুকমানি জানান, মসজিদের মুসল্লি ও দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিতের অংশ হিসেবে ভ্রাম্যমাণ পাঠাগারের উদ্যোগ নেওয়া হয়।
এর মাধ্যমে সহজেই সবার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া হবে। আল-হারাম আল-মাক্কি লাইব্রেরির সুরক্ষিত গ্রন্থাবলির সরবরাহ সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বিভিন্ন বিষয়ের নির্বাচিত বই সহজেই পড়তে পারবেন মুসল্লিরা।
মসজিদুল হারামের যোগাযোগ বিভাগের প্রধান বুশরা আল-মাহামাদি জানান, পবিত্র হারামাইন পরিকল্পনা-২০২৪ ও সৌদি ভিশন-২০৩০ এর অংশ হিসেবে জেনারেল প্রেসিডেন্সি বিভাগ সব ধরনের সেবা ও উদ্যোগে সর্বোচ্চ মান বজায় রাখছে। মসজিদুল হারাম প্রাঙ্গণে ‘নলেজ কার্ট’ ও অন্যান্য উদ্যোগগুলো মুসল্লিদের জ্ঞান সমৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।