০৬এপ্রিল রবিবার বগুড়ায় ২ সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় সাংবাদিকমহলে নিন্দার ঝড়। একইসাথে দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নেওয়া জোর দাবী জানিয়েছে সাংবাদিক মহল।
জানাযায়, আজ রবিবার ৬ এপ্রিল বিকাল আনুমানিক ৪ টার দিকে জেলা শহরের জলেশ্বরীতলা এলাকায় সাংবাদিকদের উপর দুর্বৃত্তরা এ হামলা চালায়।
দুর্বৃত্তদের হামলার শিকার ২ সাংবাদিক হলেন, মোঃ খোরশেদ আলম ও অনলাইন নিউজ পোর্টাল বগুড়া লাইভের সিনিয়র স্টাফ রিপোর্টার আসাফউদ্দৌলা নিওন।
শহরের জলেশ্বরীতলা এলাকার জেলখানা মোড়ে একটি জুস বার থেকে জুস খেয়ে বের হোন এই দুই সাংবাদিক। বের হতেই ১০ থেকে ১২ জন দুর্বৃত্তরা সাংবাদিক আসাফউদ্দৌলা নিওনের কাছে তার নাম জানতে চায়।
এসময় অপর সাংবাদিক খোরশেদ আলম এগিয়ে আসলে তাদের ওপর চড়াও হয় এবং উভয়ের উপর হামলা চালায়। এ সময় সাংবাদিকের চিৎকারে হামলাকারীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে আহত সাংবাদিকদের মোহাম্মদ আলী হাসাপাতালে ভর্তি করানো হয়।
সাংবাদিক খোরশেদ আলম জানান, জুস খেয়ে বের হয়ে কোন কিছু বুঝার আগেই হামলাকারীরা আমাদের ওপর আক্রমণ করে। হামলায় আমার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। আমি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সাংবাদিক আসাফউদ্দৌলা নিওন জানান, প্রথমে আমার নাম জানতে চায়, এসময় খোরশেদ ভাই এগিয়ে গেলে তার ওপর প্রথম মারধর শুরু করে। তখন আমি আটকানোর চেষ্টা করলে আমাকেও তারা এলোপাতাড়ি হামলা করে জখম করে দেয়।
সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিষয়ে বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মূসা বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।