ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি বাকেরগঞ্জের বিরঙ্গল দারুসুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসাটির বিভিন্ন অনিয়ম রয়েছে গোপালগঞ্জের সোহাগ একসঙ্গে দুই সরকারি চাকরি করেন বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ শুক্রবারও চলবে মেট্রোরেল চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অভিযানে দু’কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক-১ অতিরিক্ত বৃষ্টিপাত হলেই ভাসতে থাকে প্রথম শ্রেণীর জাজিরা পৌরসভা। চট্টগ্রামে সাবেক সাংসদ বাদলের কবরে ভাঙচুর-অগ্নিসংযোগ

বিশ্বকাপে পরিবার নিয়ে খেলছেন মেসি

চলতি কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে খেলতে দেখা গিয়েছে বিশেষ বুট পরিহিত অবস্থায়। এই বিশেষ বুট পায়ে দিয়েই কাতার বিশ্বকাপের ম্যাচ খেলছেন পিএসজির এই আর্জেন্টাইন মহাতারকা। গতকাল শনিবার মেক্সিকো ম্যাচেও মেসির পায়ে দেখা গিয়েছে সোনালি রঙের বুট। যা নিয়ে ফুটবলপ্রেমীদের উৎসাহের শেষ নেই। 

অবশ্য মেসির জন্য বিশেষ ভাবে তৈরি হয়েছে এই বুট। কালারের পাশাপাশি রয়েছে বেশ কিছু বিশেষত্ব। প্রথমে গুজব উঠে মেসির বিশেষ এই বুটে রয়েছে সোনার অংশ। পরে জানা যায় সেই বুটে সোনা না থাকলেও রয়েছে একাধিক বিশেষত্ব। বুটটির পোশাকি নাম ‘অ্যাডিডাস এক্স মেসি ২০২২ ওয়ার্ল্ড কাপ স্পিডপোর্টাল বুটস’।

মেসির ডান পায়ের বুটে লেখা রয়েছে ‘থিয়াগো। ০২.১১.১২ এবং মাতেয়ো ১১.০৯.১৫। অর্থাৎ, তার দুই ছেলের জন্মের তারিখ। মেসির বড় ছেলে থিয়াগোর জন্ম তারিখ এবং মেজো ছেলে মাতেয়োর জন্ম তারিখ। সোনালী রঙের মাঝে কালো রঙের সেই নাম-তারিখ আলাদা করেই চোখে পড়ছে।

একইসঙ্গে বিশেষত্ব রয়েছে বাঁ পায়ের বুটেও। সেই পায়ের বুটে লেখা রয়েছে ছোট ছেলে সিরোর জন্ম তারিখ ১০ মার্চ ২০১৮। মানে তিন ছেলেই কাতার বিশ্বকাপের মাঠে আছেন লিওনেল মেসির সঙ্গে।

রয়েছে তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকোজ্জোর নামও। লেখা রয়েছে ‘আন্তো’। অর্থাৎ গোটা পরিবারকে সঙ্গে নিয়েই শেষ বিশ্বকাপ খেলতে মাঠে নামছেন। মেসির জন্য তৈরি করা বুটের বিশেষত্ব এখানেই শেষ নয়।

দুটি বুটেই লেখা রয়েছে মেসির জার্সি নম্বর ১০। রয়েছে আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙে নীল-সাদা স্ট্রাইপ। প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাসের লোগো ছাড়াও রয়েছে মেসির নিজস্ব ব্র্যান্ডের লোগোও।

সব মিলিয়ে অনন্য আর্জেন্টাইন মহাতারকা মেসির বিশ্বকাপ বুট! এই বুট পায়ে দিয়ে মেক্সিকোর বিপক্ষে গোলও করলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি

বিশ্বকাপে পরিবার নিয়ে খেলছেন মেসি

আপডেট সময় ০১:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২

চলতি কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে খেলতে দেখা গিয়েছে বিশেষ বুট পরিহিত অবস্থায়। এই বিশেষ বুট পায়ে দিয়েই কাতার বিশ্বকাপের ম্যাচ খেলছেন পিএসজির এই আর্জেন্টাইন মহাতারকা। গতকাল শনিবার মেক্সিকো ম্যাচেও মেসির পায়ে দেখা গিয়েছে সোনালি রঙের বুট। যা নিয়ে ফুটবলপ্রেমীদের উৎসাহের শেষ নেই। 

অবশ্য মেসির জন্য বিশেষ ভাবে তৈরি হয়েছে এই বুট। কালারের পাশাপাশি রয়েছে বেশ কিছু বিশেষত্ব। প্রথমে গুজব উঠে মেসির বিশেষ এই বুটে রয়েছে সোনার অংশ। পরে জানা যায় সেই বুটে সোনা না থাকলেও রয়েছে একাধিক বিশেষত্ব। বুটটির পোশাকি নাম ‘অ্যাডিডাস এক্স মেসি ২০২২ ওয়ার্ল্ড কাপ স্পিডপোর্টাল বুটস’।

মেসির ডান পায়ের বুটে লেখা রয়েছে ‘থিয়াগো। ০২.১১.১২ এবং মাতেয়ো ১১.০৯.১৫। অর্থাৎ, তার দুই ছেলের জন্মের তারিখ। মেসির বড় ছেলে থিয়াগোর জন্ম তারিখ এবং মেজো ছেলে মাতেয়োর জন্ম তারিখ। সোনালী রঙের মাঝে কালো রঙের সেই নাম-তারিখ আলাদা করেই চোখে পড়ছে।

একইসঙ্গে বিশেষত্ব রয়েছে বাঁ পায়ের বুটেও। সেই পায়ের বুটে লেখা রয়েছে ছোট ছেলে সিরোর জন্ম তারিখ ১০ মার্চ ২০১৮। মানে তিন ছেলেই কাতার বিশ্বকাপের মাঠে আছেন লিওনেল মেসির সঙ্গে।

রয়েছে তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকোজ্জোর নামও। লেখা রয়েছে ‘আন্তো’। অর্থাৎ গোটা পরিবারকে সঙ্গে নিয়েই শেষ বিশ্বকাপ খেলতে মাঠে নামছেন। মেসির জন্য তৈরি করা বুটের বিশেষত্ব এখানেই শেষ নয়।

দুটি বুটেই লেখা রয়েছে মেসির জার্সি নম্বর ১০। রয়েছে আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙে নীল-সাদা স্ট্রাইপ। প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাসের লোগো ছাড়াও রয়েছে মেসির নিজস্ব ব্র্যান্ডের লোগোও।

সব মিলিয়ে অনন্য আর্জেন্টাইন মহাতারকা মেসির বিশ্বকাপ বুট! এই বুট পায়ে দিয়ে মেক্সিকোর বিপক্ষে গোলও করলেন তিনি।