বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মীদের শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলা জামায়াতের কার্যালয়ে এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
উক্ত শিক্ষাশিবির সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা জামায়াতের আমীর মাও মোশারফ হোসেনে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আখেরাত মুমিন জীবনের লক্ষ্যের উপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে নির্বাচন ও আমাদের করণীয় এর উপর বক্তব্য রাখেন জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, দাওয়াতী ও দ্বীনের গুরুত্ব ও পদ্ধতির উপর বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুখ,ইসলামি আন্দোলন কর্মীদের পারস্পরিক সম্পর্কে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাও: শাহাদাত হোসেন।
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি হাবিবুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর ও মুহাদ্দিস আলাউদ্দিন, মাস্টার হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য আনিছুর রহমান প্রমুখ।