ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলেদের আর্থ সামাজিক উন্নয়নের সংগঠন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির রেজিঃ নং বি-১৯৫১ চরখলিফা শাখা গঠিত হয়েছে।কবির মাঝি কে সভাপতি ও মো- তরিকুল মাঝি কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদিত করেছেন কেন্দ্রীয় কমিটি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাবুল মীর ও দৌলতখান উপজেলার সভাপতি আল মামুন শেক । এ সময় আরো উপস্থিত ছিলেন – চরখলিফা মুলদলের আহ্বায়ক পান্নু মিয়া, সদস্য সচিব ইদ্রিস মেম্বার, সিরাজ মেম্বার, রিফন পাটোয়ারী, কৃষক দলের সভাপতি চরখলিফা কাশেম শনি ও এলাকায় সব স্তরের নেতাকর্মীরা।
এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে দৌলতখান উপজেলার মৎস্যজীবী ও জেলেদের নানা কল্যাণে কাজ করছে।হতদরিদ্র জেলেদের পেশাকে আরও স্বনির্ভর করার প্রত্যয়ে সংগঠনটি আর্থিক সহযোগিতা সহ সরকারের প্রদেয় জেলেদের সুযোগ সুবিধার সুফলভোগেও সংগঠনটির কর্মকাণ্ড প্রশংসিত।জেলার বিভিন্ন উপজেলা ভিত্তিক সমিতি গঠনে এ সংগঠনটির অল্প সময়ে দারুণ সুনামও অর্জন করেছে।
কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্য দৌলতখান উপজেলার ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মো- আল মামুন শেক বলেন,আপনাদের কে সুবিধা বঞ্চিত মৎস্যজীবী ও জেলেদের সংগঠিত করার মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সাথে আর্থিকভাবে বিপর্যস্ত এ পেশার সাথে জড়িতরা যাতে স্বাবলম্বী হয় এমন লক্ষ্য অর্জনে সর্বদা সচেষ্ট থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে অর্জিত বিশাল সমুদ্র ভান্ডার থেকে মাছ আহরণের মাধ্যমে দেশের মানুষের চাহিদা পূরণের পাশাপাশি নিজেদেরকেও স্বাবলম্বী হয়ে উঠতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ভোলা জেলা শাখার নেতাকর্মীরা
নব গঠিত এ কমিটির অন্যান্যরা হলেন
১.মোহাম্মদ কবির মাঝি ২.মোহাম্মদ সাইফুল ইসলাম ৩.মোহাম্মদ তরিকুল ইসলাম ৪.মোহাম্মদ আবদুল্লাহ ৫.মোহাম্মদ কামাল ৬.মোহাম্মদ শাহাবুদ্দিন ৭.মোহাম্মদ হাবিবুল্লাহ ৮.মোহাম্মদ সবুজ ৯.মোসা: ফাতেমা বেগম ১০.মোহাম্মদ দুলাল
১১.মোহাম্মদ কামাল ১২.মোহাম্মদ মাজেদুর ইসলাম
১৩.মোহাম্মদ রুবেল।
সংবাদ শিরোনাম ::
ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির চরখলিফা শাখার পুর্ণাঙ্গ কমিটি অনুমোদিত
-
মো- সোহেল খান,ভোলা জেলা প্রতিনিধি।
- আপডেট সময় ১১:৩৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- ৫৩৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ