তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে খুলনার ঐতিহ্যবাহী রূপসা নদীতে আগামীকাল (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতাটি এক নম্বর কাস্টমস ঘাট থেকে শুরু হয়ে খান জাহান আলী সেতু পর্যন্ত চলবে।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা দশটি নৌকা বাইচ দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। আজ (৪ ফেব্রুয়ারি) সকালে খুলনা সার্কিট হাউসে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, তরুণদের মাদক থেকে দূরে রেখে গঠনমূলক কার্যক্রমে যুক্ত করা এবং খুলনাবাসীকে বিনোদনের সুযোগ দিতে এই আয়োজন। নৌকা বাইচ বাংলার সংস্কৃতির অংশ, যা নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাবে।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারী দলকে ৭৫ হাজার, দ্বিতীয় স্থান অধিকারী দলকে ৫০ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী দলকে ৩০ হাজার টাকা প্রদান করা হবে। নৌকা বাইচ উপলক্ষে সকাল ১১টায় শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, যা এক নম্বর কাস্টমস ঘাটে গিয়ে শেষ হবে।
নিরাপত্তা নিশ্চিতে প্রতিযোগিতার সময় ডুবুরি দল, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস প্রস্তুত থাকবে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে। যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর থাকবে।
প্রেসব্রিফিং অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. কুতুব উদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নৌবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।