ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ত্রিপুরায় গেল হাঁড়িভাঙা আম, ফিরতি উপহার এলো আনারস সরাসরি ট্রেন চালু না হলে চরম মূল্য দিতে হবে, পাবনাবাসীর হুঁশিয়ারি ৭৫০টি সিনেমায় অভিনয় করা অভিনেতার মৃত্যু সচিবালয়ের সামনে বসে পড়েছেন ‘তথ্য আপা’ কর্মীরা সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরও ২৯ বন্দিকে মুক্তির আদেশ আত্রাইয়ে জামায়াতের নিজ উদ্যোগে মস্কিপুর-কালীগঞ্জ জনদুর্ভোগপূর্ণ সড়ক সংস্কার নড়িয়া উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৫ পাশের হারে শতভাগ সহ মাদ্রাসাগুলো অনেক এগিয়ে বাংলাদেশের গ্রামীণ মিথ: ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি এসএসসিতে উপজেলায় সেরা কুঞ্জেরহাট ইসলামী একাডেমি

খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা কাল

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে খুলনার ঐতিহ্যবাহী রূপসা নদীতে আগামীকাল (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতাটি এক নম্বর কাস্টমস ঘাট থেকে শুরু হয়ে খান জাহান আলী সেতু পর্যন্ত চলবে।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা দশটি নৌকা বাইচ দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। আজ (৪ ফেব্রুয়ারি) সকালে খুলনা সার্কিট হাউসে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, তরুণদের মাদক থেকে দূরে রেখে গঠনমূলক কার্যক্রমে যুক্ত করা এবং খুলনাবাসীকে বিনোদনের সুযোগ দিতে এই আয়োজন। নৌকা বাইচ বাংলার সংস্কৃতির অংশ, যা নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাবে।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারী দলকে ৭৫ হাজার, দ্বিতীয় স্থান অধিকারী দলকে ৫০ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী দলকে ৩০ হাজার টাকা প্রদান করা হবে। নৌকা বাইচ উপলক্ষে সকাল ১১টায় শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, যা এক নম্বর কাস্টমস ঘাটে গিয়ে শেষ হবে।

নিরাপত্তা নিশ্চিতে প্রতিযোগিতার সময় ডুবুরি দল, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস প্রস্তুত থাকবে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে। যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর থাকবে।

প্রেসব্রিফিং অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. কুতুব উদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নৌবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ত্রিপুরায় গেল হাঁড়িভাঙা আম, ফিরতি উপহার এলো আনারস

খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা কাল

আপডেট সময় ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে খুলনার ঐতিহ্যবাহী রূপসা নদীতে আগামীকাল (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতাটি এক নম্বর কাস্টমস ঘাট থেকে শুরু হয়ে খান জাহান আলী সেতু পর্যন্ত চলবে।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা দশটি নৌকা বাইচ দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। আজ (৪ ফেব্রুয়ারি) সকালে খুলনা সার্কিট হাউসে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, তরুণদের মাদক থেকে দূরে রেখে গঠনমূলক কার্যক্রমে যুক্ত করা এবং খুলনাবাসীকে বিনোদনের সুযোগ দিতে এই আয়োজন। নৌকা বাইচ বাংলার সংস্কৃতির অংশ, যা নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাবে।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারী দলকে ৭৫ হাজার, দ্বিতীয় স্থান অধিকারী দলকে ৫০ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী দলকে ৩০ হাজার টাকা প্রদান করা হবে। নৌকা বাইচ উপলক্ষে সকাল ১১টায় শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, যা এক নম্বর কাস্টমস ঘাটে গিয়ে শেষ হবে।

নিরাপত্তা নিশ্চিতে প্রতিযোগিতার সময় ডুবুরি দল, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস প্রস্তুত থাকবে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে। যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর থাকবে।

প্রেসব্রিফিং অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. কুতুব উদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নৌবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।