চট্টগ্রাম সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে আজ ২৯ জানুয়ারী (বুধবার) রাত ৮ টায় চট্টগ্রাম চকবাজার আইমান টাওয়ারের এন.সি ট্রেডিংয়ে সংবাদ সম্মেলন করেছে মোহাং নাসির উদ্দিন চৌধুরী। সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। চকবাজার, কোতয়ালী, পাঁচলাইশ, বায়েজিদ, হাটহাজারী, ফটিকছড়ি তথা সমগ্র চট্টগ্রাম এবং দেশবাসির উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই।
মোহাং নাসির উদ্দিন চৌধুরী জানান, হাটহাজারী দীর্ঘ ২৬ বছর ফ্যাসিষ্ট অবৈধ সরকারের জেল খানায় বন্দিদশা থেকে ৫ আগষ্ট’২৪ ছাত্র-জনতার বিপ্লবের পর মুক্তি লাভকরি। আপনারা জানেন ফটিকছড়ি এক সময় সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়। তখন আমি ঐ সন্ত্রাসীদের এক প্রতিবাদী শক্তি হিসাবে আবির্ভূত হয়ে দীর্ঘ প্রচেষ্টায় ফটিকছড়িকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এক সুন্দর ফটিকছড়ি উপহার দেই, যার কারণে সমগ্র ফটিকছড়ির জনগণ আমাকে ভালবাসে। দীর্ঘ সময় জেলে থাকা অবস্থায় আমার দুইটা ভাই এবং বাবাকে হারিয়েছি।
তিনি আরো জানান, আমার মুক্তি লাভের পর আমি ব্যবসা বাণিজ্য নিয়ে নিজেকে ব্যাস্ত রাখি। এই সুযোগে কতিপয় দুষ্টচক্র আমার নাম ভাংগিয়ে তথা আমার নাম ব্যবহার করে গার্মেন্টস, বালু মহাল এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় চাঁদাবাজী করতেছে। ইতিমধ্যে পুলিশ কমিশনার এবং বিভিন্ন থানায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগ দাখিল করেছি।
তিনি জানান, প্রশাসনকে এ ব্যাপারে অবহিত করার জন্য আজকের এ সংবাদ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়। কোন রকম সন্ত্রাস এবং চাঁদাবাজীর সাথে আমি কোনদিন জড়িত ছিলাম না, এখনো নাই এবং ভবিষ্যতেও থাকব না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, দিদারুল আলম, আব্বাছ উদ্দিন আনছারী সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।