ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশ গড়ার মিছিলে শামিল না হলে ২৪ এর রাজাকার বলে চিহ্নিত হবে ছাত্রদল-বিএনপি: তৌহিদ সিয়াম কুয়েটে হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল  ধামইরহাটে অনুষ্ঠিত হলো দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ বেরোবিতে পাঁচ দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলার উদ্বোধন ঢাকা সাভার পৌরসভার ১৪৩২ সনের হাটবাজার ইজারা টেন্ডার সম্পন্ন নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না :মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ত্রাসী ছাত্রলীগের বিচার কই? প্রশ্ন ববি শিক্ষার্থীদের কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম গ্রেফতার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ২০২৫ উপলক্ষে নোয়াখালী জেলা সমাবেশ অনুষ্ঠিত জাতীয় ঐক্য গড়ে বাংলাদেশকে দুঃশাসন থেকে রক্ষা করেছে বিএনপি-শিমুল বিশ্বাস

প্রধান শিক্ষকের পদত্যাগপত্র কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • মোঃবদিউজ্জামান
  • আপডেট সময় ১১:১৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ৫২৩ বার পড়া হয়েছে

প্রধান শিক্ষকের পদত্যাগপত্র কার্যকর ও শিক্ষার্থীর ওপর হামলা, অনিয়ম দুর্নীতির অভিযোগে নোয়াখালী সদরের মৃধারহাট উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পদত্যাগপত্র কার্যকর না হলে ক্লাস বর্জনসহ বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মৃধারহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের পদত্যাগকৃত প্রধান শিক্ষক হিরন্ময় ভৌমিকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় পদত্যাগকৃত প্রধান শিক্ষকের যোগসাজশে গত ২১ জানুয়ারি এসএসসি পরীক্ষার্থী শুভ’র ওপর বিদ্যালয় প্রাঙ্গণে হামলা চালায় বহিরাগত সন্ত্রাসীরা। এর আগে, ফ্যাসিস্টের দোসর হিসেবে অভিযুক্ত হওয়ায় গত ১০ অক্টোবর হিরন্ময় ভৌমিক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন। এ সময় পদত্যাগপত্র জমা দিয়ে তার নিজ মুখের স্বাভাবিক ভিডিও স্বীকারোক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কিন্তু পরবর্তীতে কোন অশুভ শক্তির বলয়ে অভিযুক্ত এই শিক্ষক এখনো বহাল তবিয়তে রয়েছেন তা জানতে চায় শিক্ষক শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত প্রতিবেদন ১০ দিনের মধ্যে দেয়ার কথা থাকলেও ২ মাসেও তা আলোর মুখ দেখেনি। গত ১৭ নভেম্বর বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী কর্তৃক লিখিত ১৮টি অভিযোগ, ছাত্র-ছাত্রী কর্তৃক ৩৩টি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করা হলেও নেয়া হয়নি কোন ব্যবস্থা। নামমাত্র ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলেও আজও দেওয়া হয়নি কোন তদন্ত প্রতিবেদন।

এদিকে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শুভ’র নেতৃত্বে পদত্যাগের আন্দোলন আরো বেগবান হলে অভিযুক্ত প্রধান শিক্ষক হিরণ্ময় ভৌমিক কুটু কৌশলে শুভ’র পিতা স্বপন মিয়াকে অনৈতিক প্রস্তাব দিয়ে কালো টাকার মাধ্যমে শুভকে আন্দোলন থেকে নিভৃত করার চেষ্টা করেন বলে জানান শুভ’র মা মারজাহান আক্তার। ম্যানেজ করতে না পেরে পরবর্তীতে তিনি আমার ছেলের উপর ষড়যন্ত্রমূলক হামলা করেন। মানববন্ধনে বিক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থীরা অভিযুক্ত প্রধান শিক্ষকের পদত্যাগপত্র দ্রুত কার্যকরের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের পদত্যাগকৃত প্রধান শিক্ষক হিরন্ময় ভৌমিক অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এ ঘটনায় আমি শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট একাধিক কার্যালয়ে লিখিত ভাবে জানিয়েছি। প্রশাসন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত দাস, সহকারী শিক্ষক কাজী হাবীবুর রহমান, হামলার শিকার শিক্ষার্থীর মা মারজাহান আক্তার, হামলার শিকার শিক্ষার্থী মাহফুজ শুভ, শিক্ষার্থী ফারিয়া পারভিন ও শারমিন আক্তারসহ আরো অনেক শিক্ষার্থী।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখিনূর জাহান নীলা বলেন, ওই শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে বলে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। সেই শিক্ষকের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিও কাজ করছে। যদি শিক্ষার্থীর ওপর হামলা হয়ে থাকে তবে এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার মিছিলে শামিল না হলে ২৪ এর রাজাকার বলে চিহ্নিত হবে ছাত্রদল-বিএনপি: তৌহিদ সিয়াম

প্রধান শিক্ষকের পদত্যাগপত্র কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ১১:১৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

প্রধান শিক্ষকের পদত্যাগপত্র কার্যকর ও শিক্ষার্থীর ওপর হামলা, অনিয়ম দুর্নীতির অভিযোগে নোয়াখালী সদরের মৃধারহাট উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পদত্যাগপত্র কার্যকর না হলে ক্লাস বর্জনসহ বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মৃধারহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের পদত্যাগকৃত প্রধান শিক্ষক হিরন্ময় ভৌমিকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় পদত্যাগকৃত প্রধান শিক্ষকের যোগসাজশে গত ২১ জানুয়ারি এসএসসি পরীক্ষার্থী শুভ’র ওপর বিদ্যালয় প্রাঙ্গণে হামলা চালায় বহিরাগত সন্ত্রাসীরা। এর আগে, ফ্যাসিস্টের দোসর হিসেবে অভিযুক্ত হওয়ায় গত ১০ অক্টোবর হিরন্ময় ভৌমিক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন। এ সময় পদত্যাগপত্র জমা দিয়ে তার নিজ মুখের স্বাভাবিক ভিডিও স্বীকারোক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কিন্তু পরবর্তীতে কোন অশুভ শক্তির বলয়ে অভিযুক্ত এই শিক্ষক এখনো বহাল তবিয়তে রয়েছেন তা জানতে চায় শিক্ষক শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত প্রতিবেদন ১০ দিনের মধ্যে দেয়ার কথা থাকলেও ২ মাসেও তা আলোর মুখ দেখেনি। গত ১৭ নভেম্বর বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী কর্তৃক লিখিত ১৮টি অভিযোগ, ছাত্র-ছাত্রী কর্তৃক ৩৩টি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করা হলেও নেয়া হয়নি কোন ব্যবস্থা। নামমাত্র ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলেও আজও দেওয়া হয়নি কোন তদন্ত প্রতিবেদন।

এদিকে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শুভ’র নেতৃত্বে পদত্যাগের আন্দোলন আরো বেগবান হলে অভিযুক্ত প্রধান শিক্ষক হিরণ্ময় ভৌমিক কুটু কৌশলে শুভ’র পিতা স্বপন মিয়াকে অনৈতিক প্রস্তাব দিয়ে কালো টাকার মাধ্যমে শুভকে আন্দোলন থেকে নিভৃত করার চেষ্টা করেন বলে জানান শুভ’র মা মারজাহান আক্তার। ম্যানেজ করতে না পেরে পরবর্তীতে তিনি আমার ছেলের উপর ষড়যন্ত্রমূলক হামলা করেন। মানববন্ধনে বিক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থীরা অভিযুক্ত প্রধান শিক্ষকের পদত্যাগপত্র দ্রুত কার্যকরের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের পদত্যাগকৃত প্রধান শিক্ষক হিরন্ময় ভৌমিক অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এ ঘটনায় আমি শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট একাধিক কার্যালয়ে লিখিত ভাবে জানিয়েছি। প্রশাসন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত দাস, সহকারী শিক্ষক কাজী হাবীবুর রহমান, হামলার শিকার শিক্ষার্থীর মা মারজাহান আক্তার, হামলার শিকার শিক্ষার্থী মাহফুজ শুভ, শিক্ষার্থী ফারিয়া পারভিন ও শারমিন আক্তারসহ আরো অনেক শিক্ষার্থী।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখিনূর জাহান নীলা বলেন, ওই শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে বলে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। সেই শিক্ষকের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিও কাজ করছে। যদি শিক্ষার্থীর ওপর হামলা হয়ে থাকে তবে এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।