চট্টগ্রাম র্যাব-৭, এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনা জেলার আমতলী থানার সিআর মামলা নং-৬৫২/১৯, ধারা- ২০১৮ সালের যৌতুক নিরোধ আইন এর ৩ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জহিরুল ইসলাম চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ২৮ জানুয়ারি ২০২৫ইং তারিখ আনুমানিক ৩.২৫মিনিট ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ জহিরুল ইসলাম (৩৩), পিতা-ইসমাইল হোসেন, সাং-ছোট নীলগঞ্জ, থানা- আমতলী, জেলা- বরগুনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ সূত্রে বর্ণিত মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকর করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে নিজ এলকায় ছেড়ে দীর্ঘ ৫ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
অপর অভিযানে চট্টগ্রাম র্যাব ৭,এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার মামলা নং-১৬(০৮)২০১৯ ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রুবেল দাশ চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন পাহাড়তলী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৮ জানুয়ারি ২০২৫ইং তারিখে আনুমানিক ৩.৩৫মিনিট ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রুবেল দাশ (৩০). পিতা-শ্রী রাম দাশ, সাং-উনসত্তর পাড়া, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এবং চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।