বোরহানউদ্দিন উপজেলার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়ার জন্য দোয়া চাইলেন সাবেক এমপি হাফিজ ইব্রাহিম।
মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫) তারিখে সাবেক এমপি হাফিজ ইব্রাহিম মনিরুজ্জামান কবির মিয়ার স্বাস্থ্যের কি অবস্থা তার খোঁজ খবর নিতে ল্যবএইড হাসপাতালে যান। তার সুস্থতার জন্য ফেসবুক পোস্টে লিখেন- প্রিয়
বোরহানউদ্দিন ও দৌলতখান বাসি, আসসালামু আলাইকুম…
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বোরহানউদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক
জনাব মনিরুজ্জামান কবির মিয়া শারীরিক ভাবে অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যবএইড স্পেশালিস্ট হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন। সকলের কাছে দোয়ার দরখাস্ত রইলো।আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।
এছাড়াও বোরহানউদ্দিন উপজেলার বিএনপির নেতাকর্মীরা তাদের নিজ নিজ ফেসবুক পোস্টে মনিরুজ্জামান কবির মিয়ার সুস্থতা সবার কাছে দোয়া কামনা করে পোস্ট করেন। মনিরুজ্জামান কবির মিয়ার অসুস্থতায় পৌর বিএনপি ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের মনে হাতাশার ছাপ। বিএনপির দূর সময় সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর নির্দেশে পৌর বিএনপির নেতাকর্মীদের আগলে রেখেছেন, জেল, নির্যাতন সহ্য করেও দল ও নেতাকর্মীদের ছেড়ে যাননি। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে আবারও বোরহানউদ্দিনের রাজনীতির মাঠে ফিরে আস এই দোয়াই করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।