ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

গত ১৭ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর অনুমানিক ২ ঘটিকার সময় কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ১০ নং দক্ষিণ গুনাঘর ইউনিয় ৮ নং ওয়ার্ড মাসিকাড়া গ্রামের মোসাম্মদ সোনিয়ার আক্তার ৩৫ নামে এক মহিলাকে ঐ গ্রামের গ্রাম পুলিশ আবুল হোসেন পিতা মৃত আব্দুল জলিল এর নির্দেশে একই গ্রামের মোহাম্মদ সেলিম মিয়া ৪০ পিতা-মৃত আবু মিয়া এবং সেলিমের স্ত্রী আকলিমা আক্তার ৩৫ ও মোহাম্মদ রফিকুল ইসলাম ২৫ পিতা মৃত কাশেম তারা সবাই সোনিয়ার উপর বেদর ভাবে আক্রমণ করে এতে সোনিয়া গুরুতর আহত হলে তাকে গ্রাম পুলিশ আবুল হোসেনের ঘরে আটক করে রাখেন এবং পান নাসের হুমকি দেন।

এতে পাশের বাড়ির লোকজন শুনতে পায় নিপা নামের একজন মহিলা এবং আরো ৩-৪ জন পুরুষ সোনিয়াকে আবুল হোসেনের ঘর থেকে উদ্ধার করে সাথে সাথে দেবিদ্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপস্থিত ডাক্তারগন বলেন বেশি মারার কারণে শরীরের বিভিন্ন স্থান ফেটে যায় এবং গুরুতর আহত হয়।

সোনিয়ার বক্তব্যে জানা যায় সেলিম এর কাছ থেকে জায়গা কেনার জন্য গত ১০/১/ ২০২৩ ইং তারিখ আবুল হোসেন চৌকিদার কে তিন লক্ষ টাকা দেওয়া হয় আবুল হোসেন চৌকিদার উক্ত টাকা সেলিমকে দিয়ে দেন। পরবর্তীতে সেলিম ওই জায়গার দলিল করে দেয়নি আবুল হোসেন চৌকিদারের কাছে সোনিয়া দলিল চাইলে তিনি বলেন তুই টাকা পাবি না এবং দলিলও পাবি না ওর নির্দেশে সবাই আমাকে আক্রমণ শুরু করে এতে আমি অচেতন হয়ে পড়ি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে খাল পরিস্কার – পরিচ্ছন্নতার অভিযানের উদ্বোধন

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

আপডেট সময় ০৮:০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

গত ১৭ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর অনুমানিক ২ ঘটিকার সময় কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ১০ নং দক্ষিণ গুনাঘর ইউনিয় ৮ নং ওয়ার্ড মাসিকাড়া গ্রামের মোসাম্মদ সোনিয়ার আক্তার ৩৫ নামে এক মহিলাকে ঐ গ্রামের গ্রাম পুলিশ আবুল হোসেন পিতা মৃত আব্দুল জলিল এর নির্দেশে একই গ্রামের মোহাম্মদ সেলিম মিয়া ৪০ পিতা-মৃত আবু মিয়া এবং সেলিমের স্ত্রী আকলিমা আক্তার ৩৫ ও মোহাম্মদ রফিকুল ইসলাম ২৫ পিতা মৃত কাশেম তারা সবাই সোনিয়ার উপর বেদর ভাবে আক্রমণ করে এতে সোনিয়া গুরুতর আহত হলে তাকে গ্রাম পুলিশ আবুল হোসেনের ঘরে আটক করে রাখেন এবং পান নাসের হুমকি দেন।

এতে পাশের বাড়ির লোকজন শুনতে পায় নিপা নামের একজন মহিলা এবং আরো ৩-৪ জন পুরুষ সোনিয়াকে আবুল হোসেনের ঘর থেকে উদ্ধার করে সাথে সাথে দেবিদ্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপস্থিত ডাক্তারগন বলেন বেশি মারার কারণে শরীরের বিভিন্ন স্থান ফেটে যায় এবং গুরুতর আহত হয়।

সোনিয়ার বক্তব্যে জানা যায় সেলিম এর কাছ থেকে জায়গা কেনার জন্য গত ১০/১/ ২০২৩ ইং তারিখ আবুল হোসেন চৌকিদার কে তিন লক্ষ টাকা দেওয়া হয় আবুল হোসেন চৌকিদার উক্ত টাকা সেলিমকে দিয়ে দেন। পরবর্তীতে সেলিম ওই জায়গার দলিল করে দেয়নি আবুল হোসেন চৌকিদারের কাছে সোনিয়া দলিল চাইলে তিনি বলেন তুই টাকা পাবি না এবং দলিলও পাবি না ওর নির্দেশে সবাই আমাকে আক্রমণ শুরু করে এতে আমি অচেতন হয়ে পড়ি।