ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মুজিবকেল্লা প্রকল্প সহকারী প্রকৌশলীর আত্মীয়স্বজনের নামে দেড়শো কোটি টাকার কাজ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুজিবকেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশরী মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে আত্মীয়স্বজনের নামে ১৫০ কোটি টাকার কাজ নেওয়ার অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ আগস্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ইতোমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি সিন্ডিকেট তাকে বাঁচাতে তদন্ত প্রতিবেদন না দেওয়ার জন্য নানা তালবাহানা করাচ্ছে বলে জানা গেছে। দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার কাছে দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, যেখানে সরকারের কাজের স্বচ্ছতা বজায় রাখার জন্য এক পদে তিন বছরের বেশি থাকার বিধান নেই। সেখানে ২০১৮ সাল থেকে অধিদপ্তরটির মুজিবকেল্লা প্রকল্প শুরুর সময় থেকে সহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম কর্মরত রয়েছেন দীর্ঘ সাত বছর ধরে। প্রথম শ্রেণির পিআইও এর পদে পদোন্নতি হলেও সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে দিয়ে তদবির করে একই পদে থেকে যান।

আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে অভিযোগে তাকে অপসারণ ও দুর্নীতির বিষয় তদন্তের করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন মো. আর এম সোহেল নামে জনৈক ব্যক্তি। কিন্তু দুর্নীতিবাজ কর্মকর্তাকে বাঁচাতে অধিদপ্তটির পরিচালক প্রশাসন তাকে স্বপদে রেখেই লোক দেখানো একটি তদন্ত কমিটি করে কালক্ষপেণ করছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একাধিক কর্মকর্তারা বলেন, তাকে ওই পদে রেখে দুর্নীতির তদন্ত করা হলে তা কোন কাজে আসবে না। কারণ তদন্ত কমিটির কাছে সে নিজের মতো করে ফাইল উপস্থাপন করার সুযোগ পাবেন। এতে বর্তমান সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের সুফল সাধারণ মানুষ পাবে না দেশের মানুষ। প্রকৃত তথ্য বের হয়ে আসবেনা বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে খাল পরিস্কার – পরিচ্ছন্নতার অভিযানের উদ্বোধন

মুজিবকেল্লা প্রকল্প সহকারী প্রকৌশলীর আত্মীয়স্বজনের নামে দেড়শো কোটি টাকার কাজ

আপডেট সময় ১১:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুজিবকেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশরী মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে আত্মীয়স্বজনের নামে ১৫০ কোটি টাকার কাজ নেওয়ার অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ আগস্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ইতোমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি সিন্ডিকেট তাকে বাঁচাতে তদন্ত প্রতিবেদন না দেওয়ার জন্য নানা তালবাহানা করাচ্ছে বলে জানা গেছে। দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার কাছে দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, যেখানে সরকারের কাজের স্বচ্ছতা বজায় রাখার জন্য এক পদে তিন বছরের বেশি থাকার বিধান নেই। সেখানে ২০১৮ সাল থেকে অধিদপ্তরটির মুজিবকেল্লা প্রকল্প শুরুর সময় থেকে সহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম কর্মরত রয়েছেন দীর্ঘ সাত বছর ধরে। প্রথম শ্রেণির পিআইও এর পদে পদোন্নতি হলেও সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে দিয়ে তদবির করে একই পদে থেকে যান।

আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে অভিযোগে তাকে অপসারণ ও দুর্নীতির বিষয় তদন্তের করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন মো. আর এম সোহেল নামে জনৈক ব্যক্তি। কিন্তু দুর্নীতিবাজ কর্মকর্তাকে বাঁচাতে অধিদপ্তটির পরিচালক প্রশাসন তাকে স্বপদে রেখেই লোক দেখানো একটি তদন্ত কমিটি করে কালক্ষপেণ করছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একাধিক কর্মকর্তারা বলেন, তাকে ওই পদে রেখে দুর্নীতির তদন্ত করা হলে তা কোন কাজে আসবে না। কারণ তদন্ত কমিটির কাছে সে নিজের মতো করে ফাইল উপস্থাপন করার সুযোগ পাবেন। এতে বর্তমান সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের সুফল সাধারণ মানুষ পাবে না দেশের মানুষ। প্রকৃত তথ্য বের হয়ে আসবেনা বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।