ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সাব্বিরের মৃত্যু

গত ৫ আগস্ট দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত মো. সাব্বির (১৭) মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাব্বির দেবিদ্বার পৌরসভার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলমগীর মিয়ার ছেলে।

জানা যায়, ৫ আগস্ট সারাদেশের মতো দেবিদ্বার উপজেলায়ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল হয়। এ সময় কিছু দুষ্কৃতকারী থানায় হামলা চালিয়ে একটি পুলিশের পিকআপ ভ্যান পুড়িয়ে দেয়। পরে থানায় থাকা পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ গুলি চালায়। এতে প্রায় ৬০ জন ছাত্র ও জনতা আহত হয়। সেই সময় সাব্বিরও পুলিশের গুলিতে মাথায় আঘাত পান এবং মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকায় প্রায় এক মাসেরও বেশি সময় চিকিৎসা নেওয়ার পর গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সাব্বির বাড়ি ফেরেন।

কিন্তু বাড়ি ফেরার পরদিনই, শনিবার সকাল সাড়ে ৯টায় সাব্বির মারা যান। তার মৃত্যুতে পুরো দেবিদ্বার উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

সাব্বিরের মা রিনা বেগম জানান, দীর্ঘ এক মাসের চিকিৎসা শেষে শুক্রবার তিনি তার ছেলেকে বাড়ি নিয়ে আসেন। কিন্তু পরের দিনই ছেলেকে হারাতে হলো। দুই বছর আগে সাব্বিরের বাবা মারা যাওয়ায় সংসারের দায়িত্ব নিতে গিয়ে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। সিএনজি চালিয়ে তিনি পরিবারের ভরণপোষণ করতেন।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, সাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে দাফনের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে খাল পরিস্কার – পরিচ্ছন্নতার অভিযানের উদ্বোধন

দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সাব্বিরের মৃত্যু

আপডেট সময় ০৮:৪৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

গত ৫ আগস্ট দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত মো. সাব্বির (১৭) মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাব্বির দেবিদ্বার পৌরসভার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলমগীর মিয়ার ছেলে।

জানা যায়, ৫ আগস্ট সারাদেশের মতো দেবিদ্বার উপজেলায়ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল হয়। এ সময় কিছু দুষ্কৃতকারী থানায় হামলা চালিয়ে একটি পুলিশের পিকআপ ভ্যান পুড়িয়ে দেয়। পরে থানায় থাকা পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ গুলি চালায়। এতে প্রায় ৬০ জন ছাত্র ও জনতা আহত হয়। সেই সময় সাব্বিরও পুলিশের গুলিতে মাথায় আঘাত পান এবং মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকায় প্রায় এক মাসেরও বেশি সময় চিকিৎসা নেওয়ার পর গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সাব্বির বাড়ি ফেরেন।

কিন্তু বাড়ি ফেরার পরদিনই, শনিবার সকাল সাড়ে ৯টায় সাব্বির মারা যান। তার মৃত্যুতে পুরো দেবিদ্বার উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

সাব্বিরের মা রিনা বেগম জানান, দীর্ঘ এক মাসের চিকিৎসা শেষে শুক্রবার তিনি তার ছেলেকে বাড়ি নিয়ে আসেন। কিন্তু পরের দিনই ছেলেকে হারাতে হলো। দুই বছর আগে সাব্বিরের বাবা মারা যাওয়ায় সংসারের দায়িত্ব নিতে গিয়ে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। সিএনজি চালিয়ে তিনি পরিবারের ভরণপোষণ করতেন।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, সাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে দাফনের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।