চাঁপাইনবাবগঞ্জে চেম্বারের সভাপতি আব্দুল ওহেদেরসহ পরিচালনা পরিষদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও নানা কাপ্লনিক অভিযোগ দিয়ে চেম্বারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে সাংসদ সম্মেলন হয়েছে।
বুধবার দুপুরে শহরের টাউন ক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মিলনে এইসব দাবি তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জ সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরামের আহবায়ক মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম। সংবাদ সম্মিলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সদস্য মোঃ খাইরুল ইসলাম।
সম্মেলনে লিখিত বক্তব্য বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনে সুষ্ঠু, সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরামের সমর্থিত আব্দুল ওহেদের নেতৃত্ব প্যানেলের নিকট পরাজিত ব্যাক্তিরা খোলস পরিবর্তন করে পুনরায় নতুন ভাবে ষড়যন্ত্র শুরু করেছে।
তারা ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনে আব্দুল ওহেদের নেতৃত্ব সংখ্যাগরিষ্ঠতা পরিচালনা পরিষদের বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও কাপ্লনিক অভিযোগ দিয়ে হয়রানি করে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদে, বাহরাম আলী প্রমুখ।