কুমিল্লার হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাঝ নদীতে নৌকাডুবির ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও একজন শিক্ষার্থী।
ঘটনাটি ঘটেছে সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কানাই সাহা ঘাট সংলগ্ন তিতাস নদীতে। নিহত শিক্ষার্থীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া গ্রামের মো. গোলাম মোস্তফার মেয়ে সামিয়া আক্তার (১২) এবং মো. মুসা মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১৩)। তারা হোমনা রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান প্রতিদিনের মতো সোমবারও স্কুল ছুটির পর ২০-২৫ জন শিক্ষার্থী খেয়া নৌকায় নদী পার হচ্ছিল। নৌকাটি কানাইসাহ ঘাট থেকে ছেড়ে মাঝ নদীতে পৌঁছাতেই দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত ট্রলার পাশ দিয়ে যাওয়ার ফলে সৃষ্ট ঢেউয়ের কারণে নৌকাটি কাত হয়ে ডুবে যায়।
নৌকাডুবির ফলে সব শিক্ষার্থীই নদীতে পড়ে যায়। স্থানীয়রা ও সাঁতার জানা শিক্ষার্থীরা তিনজনকে উদ্ধার করে। এর মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুইজনকে খুঁজে পেতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। এরপর স্থানীয়রা সামিয়া নামের দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত অন্য শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, নিহতদের পরিবার থেকে কোনো অভিযোগ না আসায় আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। নিহত শিক্ষার্থীদের স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।