ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সবজি খেতে মিলেছে ভারতের ছোড়া অবিস্ফোরিত মর্টার শেল। শনিবার বিকাল ৫টায় ইমেইলে মহেশপুর-৫৮ বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, ৩০ আগস্ট রাত ৮টার দিকে লড়াইঘাট বিওপির সীমান্ত পিলার ৬০/১৩৭ আর থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি গোলা পড়ে আছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়। সেখানে একটি টহল দল পাঠানো হয়। একটি ভারি অস্ত্রের সাদৃশ্য বস্তু দেখতে পান তারা। প্রাথমিকভাবে সেটি ৫১ মিলিমিটার মার্টারের অবিস্ফোরিত ইলুমিনেটিং শেল বলে শনাক্ত করা হয়। রাতেই ঘটনার যথাযথ কারণ জানতে বিএসএফকে ফোন করা হয়। বিএসএফ প্রাথমিকভাবে দায় এড়ানোর চেষ্টা করে।
বিজিবির পক্ষ থেকে তথ্য-উপাত্ত এবং ভিডিও পাঠানো হয়। পরে বিএসএফ জানায়, মার্টার শেল দ্বারা ভারতীয় গ্রামগুলো আলোকিত করার জন্য এমনটি করা হয়েছে। ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করে।
মহেশপুর (খালিশপুর) ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, এ বিষয়ে বিএসএফের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিট এসে মর্টার শেলটি নিষ্ক্রিয় করবে।