ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত সেক্রেটারি কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বীজ রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমান গুজবে কান দিয়ে অস্থিরতা সৃষ্টি না করার আহবান জাবিতে ছাত্রদলের দুগ্রুপে উত্তেজনা, বোমাসদৃশ বস্তু উদ্ধার পরকীয়ার জেরে স্বামী খুন, স্ত্রী প্রেমিকসহ ৩ জনের ফাঁসি নিটওয়্যার উদ্ভাবন ও সহযোগিতায় সিজিং ‘বাংলাদেশ নাইট’ ১১১ নারীকে ধর্ষণ–যৌন নিপীড়নে অভিযুক্ত ধনকুবের ফায়েদ ইসকন ও আ.লীগকে নিষিদ্ধের দাবি বিপ্লবী ছাত্র পরিষদের

মালদ্বীপে সরকার ফেলতে ভিন্ন ধরনের অভ্যুত্থানের চেষ্টা বিরোধীদের

মুইজ্জু সরকারকে ফেলে দিতে মালদ্বীপে ‘আর্থিক অভ্যুত্থানের’ চেষ্টা চালিয়ে যাচ্ছে মলদ্বীপের বিরোধী দলগুলি! এমনটাই অভিযোগ এনেছেন দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট খোদ মুহাম্মদ মুইজ্জু।

পাশাপাশি মঙ্গলবার মুইজ্জু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন এবং এ ভাবে সরকার ফেলার চেষ্টা করছেন, তাদের সবাইকে বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে। সেই মর্মে তদন্তও শুরু করেছে প্রশাসন।

একই অভিযোগ তুলেছেন মালদ্বীপের অর্থমন্ত্রী মহম্মদ সঈদও। বৃহস্পতিবার তিনি দাবি করেছেন, দ্বীপরাষ্ট্রের আর্থিক অবস্থাকে ব্যাহত করার জন্য নির্দিষ্ট কিছু ব্যক্তি ইচ্ছাকৃত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কিন্তু কেন এমন অভিযোগ তুলেছে মুইজ্জু সরকার? সম্প্রতি সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ্যে এসেছে, মালদ্বীপের ব্যবহারযোগ্য ডলারের ভান্ডার ফুরিয়ে গিয়েছে। শুধু শূন্য নয়, ‘মাইনাসে’ চলছে সেই ভান্ডার।

এ খবর আসার দিন কয়েক পরেই বড় পদক্ষেপ করে মালদ্বীপের শীর্ষব্যাঙ্ক ‘ব্যাঙ্ক অফ মালদ্বীপ (বিএমএল)’। বিএমএলের তরফে ব্যাংকের দেওয়া ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলি থেকে বিদেশি লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এর পরেই দেশের জনগণের মধ্যে আশঙ্কা ছড়িয়ে পড়ে। যদিও নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় বিএমএল।

ব্যবহারযোগ্য ডলারের ভান্ডার ফুরোনোর রিপোর্ট প্রকাশের কয়েক দিন পর মালদ্বীপের মুদ্রা রুফিয়ার কার্ডের সঙ্গে ডলার লেনদেন বন্ধ করে দেয় বিএমএল। ক্রেডিট কার্ডের সীমাও কমিয়ে ১০০ ডলার করে দেওয়া হয়।

বিএমএল জানিয়েছিল, এ সমস্ত পরিবর্তন অবিলম্বে কার্যকর হচ্ছে। কার্ডগুলিতে বৈদেশিক মুদ্রা ব্যয়ের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এবং ব্যাংকে বৈদেশিক মুদ্রার বিক্রি স্থিতিশীল হয়ে যাওয়ার কারণেই এই পদক্ষেপ।

এর পরে আবার ব্যাংকের দেওয়া ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলি থেকে বিদেশি লেনদেন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।

এর পরেই গর্জে ওঠে দ্বীপরাষ্ট্রের সরকার। দলীয় বৈঠকের পর প্রেসিডেন্ট মুইজ্জু জানান, পুরো বিষয়টি সম্বন্ধে তিনি অবগত ছিলেন না। তার পরামর্শ না নিয়েই বিএমএলের তরফে এই ঘোষণা করা হয়েছে, দাবি করেন মুইজ্জু। পাশাপাশি মুইজ্জু জানান, তিনি শীঘ্রই সমস্যা সমাধানের চেষ্টা করবেন।

মুইজ্জু এবং তার দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)-এর নেতাদের দাবি, বিএমএলের ওই সিদ্ধান্তের নেপথ্যে হাত রয়েছে বিরোধী দলগুলির। সরকার এই প্রশ্নও তুলেছে যে, বিএমএল ডলার ভান্ডার ফুরিয়ে যাওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে কী ভাবে সংবাদিক সম্মেলন করলেন প্রাক্তন অর্থমন্ত্রী।

মুইজ্জু সরকার এ-ও অভিযোগ করেছে, এই সব সিদ্ধান্তের মাধ্যমে মালদ্বীপে আর্থিক বিপর্যয় আনতে চাইছেন বিরোধীরা। চেষ্টা চলছে সরকার ফেলে দেওয়ার।

মুইজ্জু বিএমএলের পদক্ষেপকে তার সরকার উৎখাতের ‘অবৈধ প্রচেষ্টা’ বলে নিন্দাও করেছেন।

পুলিশও জানিয়েছে, অনলাইনে ইতিমধ্যেই মুইজ্জু সরকারের সমালোচনা শুরু হয়েছে। সমাজমাধ্যমে কয়েকশো ‘ভুয়ো’ অ্যাকাউন্টের মাধ্যমে মানুষকে সরকার উৎখাতের জন্য রাস্তায় নামার উস্কানি দেওয়া হচ্ছে৷

সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুয়ায়ী, আর্থিক অভ্যুত্থানের মাধ্যমে মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার অভিযোগের তদন্ত শুরু করেছে মালদ্বীপের পুলিশ। সোমবার গভীর রাতে পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘আর্থিক অভ্যুত্থানের চেষ্টার যে অভিযোগ, তার তদন্ত শুরু করা হয়েছে।’

যদিও বিরোধীদের একাংশের দাবি, বিএমএলের যে পরিচালনা পর্ষদ, তাতে মুইজ্জু সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। আর সেই কারণেই সরকারপক্ষকে বিষয়টি জানানোর প্রয়োজন মনে করেনি বিএমএল।

মালদ্বীপের প্রধান বিরোধী দল ‘মালদ্বীভিয়ান ডেমোক্র্যাটিক পার্টি (এমডিপি)’-র চেয়ারপার্সন ফৈয়াজ় ইসমাইল দাবি করেছেন, ‘অভ্যুত্থান যদি হয়, তা হলে তা সরকারের অন্দর থেকেই হবে এবং এর জন্য দায়ী থাকবে সরকারই। বিরোধীদের কোনও হাত থাকবে না।’

মুইজ্জুর অভিযোগকে ‘হাস্যকর’ বলেও অভিহিত করেছেন ফৈয়াজ়। তার কথায়, ‘আমরা যা দেখছি, তা প্রশাসনের গাফিলতি। যে কারণে সরকারের অন্দরে সমস্যা তৈরি হচ্ছে। আগামী দিনে আমরা এমনিই জনরোষ এবং অভ্যুত্থান দেখতে পাচ্ছি।’- খবর আনন্দবাজার অনলাইনের।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে

মালদ্বীপে সরকার ফেলতে ভিন্ন ধরনের অভ্যুত্থানের চেষ্টা বিরোধীদের

আপডেট সময় ১২:৪৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

মুইজ্জু সরকারকে ফেলে দিতে মালদ্বীপে ‘আর্থিক অভ্যুত্থানের’ চেষ্টা চালিয়ে যাচ্ছে মলদ্বীপের বিরোধী দলগুলি! এমনটাই অভিযোগ এনেছেন দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট খোদ মুহাম্মদ মুইজ্জু।

পাশাপাশি মঙ্গলবার মুইজ্জু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন এবং এ ভাবে সরকার ফেলার চেষ্টা করছেন, তাদের সবাইকে বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে। সেই মর্মে তদন্তও শুরু করেছে প্রশাসন।

একই অভিযোগ তুলেছেন মালদ্বীপের অর্থমন্ত্রী মহম্মদ সঈদও। বৃহস্পতিবার তিনি দাবি করেছেন, দ্বীপরাষ্ট্রের আর্থিক অবস্থাকে ব্যাহত করার জন্য নির্দিষ্ট কিছু ব্যক্তি ইচ্ছাকৃত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কিন্তু কেন এমন অভিযোগ তুলেছে মুইজ্জু সরকার? সম্প্রতি সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ্যে এসেছে, মালদ্বীপের ব্যবহারযোগ্য ডলারের ভান্ডার ফুরিয়ে গিয়েছে। শুধু শূন্য নয়, ‘মাইনাসে’ চলছে সেই ভান্ডার।

এ খবর আসার দিন কয়েক পরেই বড় পদক্ষেপ করে মালদ্বীপের শীর্ষব্যাঙ্ক ‘ব্যাঙ্ক অফ মালদ্বীপ (বিএমএল)’। বিএমএলের তরফে ব্যাংকের দেওয়া ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলি থেকে বিদেশি লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এর পরেই দেশের জনগণের মধ্যে আশঙ্কা ছড়িয়ে পড়ে। যদিও নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় বিএমএল।

ব্যবহারযোগ্য ডলারের ভান্ডার ফুরোনোর রিপোর্ট প্রকাশের কয়েক দিন পর মালদ্বীপের মুদ্রা রুফিয়ার কার্ডের সঙ্গে ডলার লেনদেন বন্ধ করে দেয় বিএমএল। ক্রেডিট কার্ডের সীমাও কমিয়ে ১০০ ডলার করে দেওয়া হয়।

বিএমএল জানিয়েছিল, এ সমস্ত পরিবর্তন অবিলম্বে কার্যকর হচ্ছে। কার্ডগুলিতে বৈদেশিক মুদ্রা ব্যয়ের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এবং ব্যাংকে বৈদেশিক মুদ্রার বিক্রি স্থিতিশীল হয়ে যাওয়ার কারণেই এই পদক্ষেপ।

এর পরে আবার ব্যাংকের দেওয়া ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলি থেকে বিদেশি লেনদেন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।

এর পরেই গর্জে ওঠে দ্বীপরাষ্ট্রের সরকার। দলীয় বৈঠকের পর প্রেসিডেন্ট মুইজ্জু জানান, পুরো বিষয়টি সম্বন্ধে তিনি অবগত ছিলেন না। তার পরামর্শ না নিয়েই বিএমএলের তরফে এই ঘোষণা করা হয়েছে, দাবি করেন মুইজ্জু। পাশাপাশি মুইজ্জু জানান, তিনি শীঘ্রই সমস্যা সমাধানের চেষ্টা করবেন।

মুইজ্জু এবং তার দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)-এর নেতাদের দাবি, বিএমএলের ওই সিদ্ধান্তের নেপথ্যে হাত রয়েছে বিরোধী দলগুলির। সরকার এই প্রশ্নও তুলেছে যে, বিএমএল ডলার ভান্ডার ফুরিয়ে যাওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে কী ভাবে সংবাদিক সম্মেলন করলেন প্রাক্তন অর্থমন্ত্রী।

মুইজ্জু সরকার এ-ও অভিযোগ করেছে, এই সব সিদ্ধান্তের মাধ্যমে মালদ্বীপে আর্থিক বিপর্যয় আনতে চাইছেন বিরোধীরা। চেষ্টা চলছে সরকার ফেলে দেওয়ার।

মুইজ্জু বিএমএলের পদক্ষেপকে তার সরকার উৎখাতের ‘অবৈধ প্রচেষ্টা’ বলে নিন্দাও করেছেন।

পুলিশও জানিয়েছে, অনলাইনে ইতিমধ্যেই মুইজ্জু সরকারের সমালোচনা শুরু হয়েছে। সমাজমাধ্যমে কয়েকশো ‘ভুয়ো’ অ্যাকাউন্টের মাধ্যমে মানুষকে সরকার উৎখাতের জন্য রাস্তায় নামার উস্কানি দেওয়া হচ্ছে৷

সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুয়ায়ী, আর্থিক অভ্যুত্থানের মাধ্যমে মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার অভিযোগের তদন্ত শুরু করেছে মালদ্বীপের পুলিশ। সোমবার গভীর রাতে পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘আর্থিক অভ্যুত্থানের চেষ্টার যে অভিযোগ, তার তদন্ত শুরু করা হয়েছে।’

যদিও বিরোধীদের একাংশের দাবি, বিএমএলের যে পরিচালনা পর্ষদ, তাতে মুইজ্জু সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। আর সেই কারণেই সরকারপক্ষকে বিষয়টি জানানোর প্রয়োজন মনে করেনি বিএমএল।

মালদ্বীপের প্রধান বিরোধী দল ‘মালদ্বীভিয়ান ডেমোক্র্যাটিক পার্টি (এমডিপি)’-র চেয়ারপার্সন ফৈয়াজ় ইসমাইল দাবি করেছেন, ‘অভ্যুত্থান যদি হয়, তা হলে তা সরকারের অন্দর থেকেই হবে এবং এর জন্য দায়ী থাকবে সরকারই। বিরোধীদের কোনও হাত থাকবে না।’

মুইজ্জুর অভিযোগকে ‘হাস্যকর’ বলেও অভিহিত করেছেন ফৈয়াজ়। তার কথায়, ‘আমরা যা দেখছি, তা প্রশাসনের গাফিলতি। যে কারণে সরকারের অন্দরে সমস্যা তৈরি হচ্ছে। আগামী দিনে আমরা এমনিই জনরোষ এবং অভ্যুত্থান দেখতে পাচ্ছি।’- খবর আনন্দবাজার অনলাইনের।