পটুয়াখালী ঝাউতলা শহিদ মিনার প্রাঙ্গন বালুর মাঠে ডি.সি
বাংলো একাদশ বনাম সার্কিট হাউস একাদশ এর মধ্যে আাজ রোজ বুধবার ৩১/৭/২০২৪ ইং বিকেল ৪ঃ৩০ মিনিটের সময় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচে প্রথম
গোলদাতা মোঃ হাসান এবং এই
খেলায় ডি.সি বাংলো একাদশ ২
গোল দেন আর সার্কিট হাউস একাদশ ৩ গোল দিয়ে তারা বিজয়ী হলেন।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং পুরস্কার বিতরণ করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম ও তার স্নেহের ছোট কন্যা।
আরো উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ
এবং এই প্রীতি ফুটবল ম্যাচে উপচে পড়া সাধারণ মানুষের ভিড় জমায় ও খেলা উপভোগ করেন।
এছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডি.সি কোর্টের নাজির মোঃ রেজাউল করিম।