নিজেদের ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ করে পুরানো দিনের মত সমাজ তথা দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ এবং আরো বৈচিত্র্যময় অবদান রাখার লক্ষ্যে নগরীর ট্রাফ এম আর সকারস,কল্পোলোক আবাসিক,এলাকা চটগ্রামে নবায়নকৃত উই ব্রাদার্সের প্রায় সকলের উপস্থিতিতে উই ব্রাদার্সের প্রতিষ্ঠাতা কার্যকরী কমিটির সদস্য ও সাবেক উই ব্রাদার্সের মূখপাত্র জনাব অহিদুন্নবী চৌধুরী বাবুর পরিচালনা ও উপস্হাপনায় এবং সিনিয়র সদস্য ও সাবেক কার্যকরী কমিটির সন্মানিত সদস্য জনাব গিয়াসউদ্দিন এর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে উই ব্রাদার্সের প্রস্তাবিত নতুন উপদেষ্টা মন্ডলী ও কেবিনেট ভাইদের নাম প্রস্তাবনা করা হয়েছে। নিন্মে উপদেষ্টা মন্ডলী ও কেবিনেট ভাইদের নাম ঘোষণা করা হয়।
* উপদেষ্টা মন্ডলী:
জনাব ডাক্তার সাইফুল আজম সাজ্জাদ ,জনাব মোসলেহ উদ্দীন টিপু, জনাব এডভোকেট ফরিদ, জনাব সহিদ, জনাব কবির,জনাব আনোয়ার, জনাব এডভোকেট মহিউদ্দীন ভাই,জনাব কায়সার ভাই জনাব নাসির ভাইসহ প্রমুখ।
* কেবিনেট মেম্বার:
জনাব অহিদুন্নবী চৌধুরী বাবু, জনাব গিয়াসউদ্দিন
জনাব আবুল মনসুর খোকন, জনাব শরিফ উদ্দীন দিদার , জনাব ইকবাল হোসেন টিপু, জনাব,এডভোকেট মোজাফফর , জনাব এডভোকেট আক্তার, জনাব মোশারফ হোসেন, জনাব জাহেদুল ইসলাম, জনাব রমিজুল হাসান, জনাব মামুন, জনাব ইকবাল সহ প্রমুখ।