kotha71.tv এর উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম ও জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা, গান, কবিতা, নৃত্য ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ৩০ শে মে সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। kotha71.tv এর চেয়ারম্যান সজল কুমার নাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি, kotha71.tv এর উপদেষ্টা ও সঙ্গীত শিল্পী রিয়াজ ওয়াইজ। উদ্বোধক ছিলেন kotha71.tv এর উপদেষ্ঠা স্নিগ্ধা আচার্য্য। মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মৎস্যবিজ্ঞানী নীল রতন দাশগুপ্ত। সম্মানিত অতিথি ছিলেন সঙ্গীত ভবনের অধ্যক্ষ কাবেরী সেনগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক রবিন সাহা ও সনচয়ন নাথ। স্বাগত বক্তব্য রাখেন kotha71.tv এর প্রধান সমন্বয়ক, শিল্পী স্বরুপ দেব নাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বরুপ দেব নাথ ও সতীশ দাশ হিমেল। এতে একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন রিয়াজ ওয়াইজ, অন্তরা দেওয়ানজি, মম চৌধুরী, অধরা চৌধুরী, এই ডি হিমেল, সুর কর্মকার, রিতিকা পাল, দ্বীপশিখা দাশ, শ্রাবন্তী দেবী, রুপা রায়, নিজ্জল সাহা ও মনীষা দাশ। নৃত্য পরিবেশণ করেন জয়ন্তী দেবী, রিতিকা পাল ও মনীষা দাশ। আবৃত্তি পরিবেশন করেন রুপান্নিতা নাথ রাত্রি, রূপকথা নাথ দিবা, ওমরূপ দেবনাথ সানন্দ,কানাই সাহা।
এছাড়া উক্ত অনুষ্ঠানে অপ্সরা গীতি নৃত্যালয়, সুরতরু সংগীত কলা একাডেমি, আলোড়ণ ডান্স একাডেমি, দ্বীপানিতা নৃত্যায়ন একাডেমি দলীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলা সাহিত্যে রবীন্দ্র নজরুলের অবদান অবিস্মরণীয়। রবীন্দ্র নজরুল ছাড়া বাংলা সাহিত্য কখনো চিন্তা করা যায় না। তাই বর্তমান প্রজন্মকে রবীন্দ্র-নজরুল চর্চা করতে হবে। বক্তারা বলেন রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সকল শাখা প্রশাখায় সমান দক্ষতার সাথে কাজ করে বাংলা সাহিত্য তথা গান, কবিতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অন্যদিকে কাজী নজরুল ইসলাম মানবতা, সাম্য, প্রেম, বিদ্রোহ ও অসাম্প্রদায়িক চেতনার গান রচনা করে সবাইকে এক করেছেন।
সার্বিক সহযোগীতায় অরুণ রাজ, অর্ণব চৌধুরী, দুর্জয় দাস, জয়ন্তী দেবী, নিজ্জল সাহা ও আহ্বায়ক ডাক্তার উজ্জ্বল চক্রবর্তী।