নওগাঁর সাপাহারে মোবাইল কোর্টে মাদক ব্যবসায়ীর জেল ও জরিমানা করা হয়েছে। ৫ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ টায় দিকে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুনের নেতৃত্বে মোবাইল কোড অভিযান পরিচালনা করে উপজেলার গোয়ালা ইউনিয়নের হুজুরাপুর গ্রাম থেকে মাদক সেবনকারী ও ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান (৪৬ )কে তার নিজ বাড়ি হতে ১৫০ গ্রাম গাজা সহ আটক করা হয়।
এবং আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ঐদিন বিকেলেই তাকে নওগাঁ জেল হাজতে নেয়া হয়েছে। আটককৃত জিয়াউর পাতাড়ী ইউনিয়নের অন্তর্গত করমুডাঙ্গা গ্রামের খোরশেদ আলমের ছেলে।
অভিযানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ শামসুল আলম ও তার সঙ্গীয়ও ফোর্স এবং সাপাহার থানার এসআই আজিজুল হক ও সঙ্গীয় ফোর্স সহ মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।