চট্রগ্রামে আল ফুয়াদ একাডেমির ১ম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ অভিভাবক সংবর্ধনা ও দোয়া মাহফিল ২০২৪ এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১১ মে ২০২৪) আল ফুয়াদ একাডেমির অস্থায়ী কার্যালয়ে প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ ও ভাইস প্রিন্সিপাল মাওলানা আমজাদুল হক শরীফ এর উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এতে সভাপতিত্ব করেন আল-ফুয়াদ একাডেমীর উপদেষ্ঠা আলহাজ সৈয়দ মুহাম্মদ মুসা মিরদাদ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,আল্লামা শেখ আহমদ দাঃবাঃ শাইখুল হাদীস,দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী,চট্টগ্রাম,প্রধান অতিথি হিসাবে ছিলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (Saifur’s) এর সাইফুর রহমান খান ও বিশেষ অথিতি হিসাবে ছিলেন,হিলভিউ ফরেস্ট একাডেমি জামে মসজিদের খতিব মাওলানা কামাল হোসেন সহ প্রমুখ
এই সময় বক্তারা প্রতিষ্ঠানের বিষয়ে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন, পরবর্তীতে পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং শিক্ষার্থীদের অভিভাবকদেরকেও সেরা অভিভাবক হিসেবে পুরস্কৃত করেন প্রতিষ্ঠানটি। পরে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ভাইস প্রিন্সিপাল মাওলানা আমজাদুল হক শরীফ।