দীর্ঘ বৃষ্টিপাতে চট্টগ্রামের অনেকে জায়গায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সোমবার (৬ মে) বিকাল ৩টা থেকে এ বৃষ্টিপাত শুরু হয়ে ৫টা পর্যন্ত মুষলধারে টানা বৃষ্টিপাত হতে দেখা যায়,এতে বজ্রসহ বৃষ্টিপাতের সঙ্গে ছিল দমকা হাওয়া।
দুই ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রামের বেশ কিছু নিচু এলাকায় পানি জমে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। এতে জনসাধারণকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
এদিকে দুই ঘন্টা টানা বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোড সংলগ্ন এমইএস কলেজের সামনের সড়কে বৈদ্যুতিক ট্রান্সফরমারের দুটি খুঁটি সহ বিশাল আকারের গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
এই ব্যাপারে খুলশী বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান কর্মকর্তা নুর উদ্দিন জানান,বিকালে বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় দুইটি বৈদ্যুতিক খুঁটি সঙ্গে সংযুক্ত ট্রান্সফরমার রাস্তায় ভেঙে পড়ে। তবে ওই সময় সংযোগ বন্ধ ছিল এ কারণে কোনও দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।
এদিকে,মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট,২ নম্বর গেট,চকবাজার,পাঁচলাইশ, ষোলশহর,জিইসি মোড়,বহদ্দারহাট,ইপিজেড, সল্টগোলা,বন্দর,নিমতলা,বারিক বিল্ডিং,আগ্রাবাদ, চৌমুহনী,দেওয়ানহাট,আগ্রাবাদ,নতুন ব্রিজ এলাকার বিভিন্ন স্থানে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয়।