কুমিল্লার চান্দিনা উপজেলার বড়ইয়া কৃষ্ণপুরে গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে আল ইসলাহ যুব সমাজ পরিষদ এর উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ওই অনুষ্ঠান করে নেতৃবৃন্দ। এর আগে সকালে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান হয়। অনুষ্ঠানে স্থানীয় সমাজ সেবামূলক কাজে এবং এলাকার উন্নয়ন সহ বিভিন্ন কাজে অবদান রাখায় গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।
এতে বড়ইয়া কৃষ্ণপুর আল ইসলাহ যুব সমাজ পরিষদ এর চেয়ারম্যান মো. মোস্তফা কামাল ভূইয়া পরিচালনায় এবং সংগঠন এর প্রধান উপদেষ্টা মো. মনির হোসেন পাটোয়ারী এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন- বড়ইয়া কৃষ্ণপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাও. মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- শুহিলপুর ইউনিয়ন এর ৮নং ওয়ার্ডের মেম্বার মো. বশির উল্লাহ, ৯নং ওয়ার্ডের মেম্বার মো. মফিজুল ইসলাম, মাও মো. রমজান আলী, মাও. মো. শফিকুল ইসলাম ভূইয়া, মাও. মো. খোরশেদ আলম, মাও. মো. আজিজুল হক, মাও. মো. নাছির উদ্দীন, মাও. মো. আখতার হোসাইন, মাও. মো. নজির উদ্দিন, মাও. মো. রহমত মোল্লা, সহ ৮ নং ও ৯ নং ওয়ার্ডের সকল মসজিদের ইমাম ও খতিবগণ।
উপস্থিত ছিলেন সংগঠন এর সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মুন্সি, অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান পাটোয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক হা. মো. মোস্তফা কামাল রাসেল, প্রচার সম্পাদক মো. কামরুজ্জামান মুন্সী, সহকারী অর্থ সম্পাদক মো. আবুল বাশার, প্রকাশনা সম্পাদক মো. সোহাগ সুলতান, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মো. নাজমুল হক সরকার, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. হেদায়েত উল্ল্যাহ মুন্সি সহ আল ইসলাহ যুব সমাজ পরিষদ এর সদস্যবৃন্দ।