বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বি ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ক্যাফেটেরিয়ার স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের হুমকির অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (৩০ আগস্ট) থেকে ক্যাফেটেরিয়া বন্ধ রেখেছে এর স্বত্বাধিকারী সেফ অ্যান্ড সেভ রেস্টুরেন্ট। এতে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বি কয়েকজন সহযোগীসহ ক্যাফেটেরিয়ার রান্নাঘরে জোরপূর্বক প্রবেশ করে ডিপ ফ্রিজে রাখা খাবারের ছবি ও ভিডিও ধারণ করেন। এসময় স্টাফরা তার পরিচয় জানতে চাইলে তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এসময় ক্যাফেটেরিয়ার স্বত্বাধিকারী তাদের সঙ্গে কথা বলতে গেলে তার সঙ্গেও খারাপ আচরণ করেন। রাব্বি তাকে মারধর ও ক্যাফেটেরিয়া বন্ধের হুমকি দেন। এ ঘটনার পর আজ ক্যাফেটেরিয়া বন্ধ রয়েছে।
এদিকে ক্যাফেটেরিয়া বন্ধে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বাধ্য হয়ে বাইরে চড়া মূল্যে খাবার খেতে হচ্ছে তাদের।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাসিম বিল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ক্লাস ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আরেকটি ক্লাস আছে দুপুর ২টায়। দূরে মেস হওয়ায় ক্যাফেতে তাড়াহুড়ো করে ভাত খেতে এসে দেখি বন্ধ। এখন না খেয়ে ক্লাস করতে হবে।’
আবাসিক শিক্ষার্থী নাজমুল বলেন, ‘আগের তুলনায় খাবারের মান ভালো ও দাম কিছুটা কম হওয়ায় হলের ডাইনিংয়ে না খেয়ে ক্যাফেটেরিয়ায় দুপুরে এবং রাতে খেতে আসতাম। এখন (দুপুরে) খেতে এসে দেখি ক্যাফেটেরিয়া বন্ধ।’
এ বিষয়ে ক্যাফেটেরিয়ার স্বত্বাধিকারী মুরাদ মাহমুদ বলেন, কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। কর্তৃপক্ষ আমাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করলে আমরা ক্যাফেটেরিয়া চালু করবো।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা আমার কাছে অভিযোগ করেন, ক্যাফেটেরিয়ায় নিম্নমানের পচা-বাসি খাবার বিক্রি করা হচ্ছে। তারপর সেখানে গিয়ে দেখে পচা সেদ্ধ ডিম বিক্রি করছে। বিষয়টি নিয়ে রাতে স্যারদের সঙ্গে বসেছিলাম। এ বিষয়ে কথা বলেছি। মারধর ও ক্যাফেটেরিয়া বন্ধের হুমকি দেওয়া হয়নি।
এ বিষয়ে ক্যাফেটেরিয়ার পরিচালক ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক জাগো নিউজকে বলেন, ক্যাফেটেরিয়ার স্বত্বাধিকারী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আশা করছি খুব শিগগির সমস্যার সমাধান হয়ে ক্যাফেটেরিয়া চালু হবে।