গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের আইন শৃংখলা পরিস্থিতি চরম অবনতী হয়ে গেছে। হত্যা সন্ত্রাস মাদক আর কিশোর গ্যাংয়ের অভয় অরন্য গাইবান্ধা। মাদক কারবারী সন্ত্রাসী আর দূর্ণীতিবাজদের পুলিশ এক শ্রেনীর দালালদের তদবীরে ছত্র ছায়ায় রাখছে।
যার কারণে ভূমি দস্যু ও সন্ত্রাসী দ্বারা আহত/নিহত হওয়ার পরেও মোটা অংকের ঘূষ খেয়ে পুলিশ আসামীদের ধরেনা এবং মাদক কারবারী ও সন্ত্রাসীরা নির্বিঘ্নে তাদের কার্যকলাপ অব্যাহত রাখছে। সাম্প্রতিক সময়ে গাইবান্ধা সদরের কুপতলা ইউনিয়নে মাদক বিরোধী মানব বন্ধন ও আন্দোলন করে সাধারণ জনগণসহ স্কুল/কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। মাদকসেবী ও বিক্রেতাদের কারণে অতিষ্ঠ এলাকাবাসী।
অনুসন্ধানে জানা যায়, এক মাদক ব্যাবসা থেকে গাইবান্ধা সদর থানায় কোটি টাকার ঘূষ বাণিজ্য হচ্ছে। সদরের বল্লমঝাড় ইউনিয়ন যুবলীগ নেতা মনির দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন, বল্লমঝাড় ইউনিয়ন পরিষদে দফায় দফায় বিভিন্ন অযুহাতে ডাবল ট্যাক্স নিচ্ছে এবং সেবা প্রত্যাসীদের ক্ষমতার অপব্যাবহার করে হয়রানী করছে। দেখার নেই কেউ প্রশাসন নীরব ভূমিকায় আছে।
যার ফল স্বরুপ মানুষ হত্যা, কিশোরগ্যাং, মাদক চোরা চালান, মাদক সেবন, ছিনতাই , চুরি আর সন্ত্রাসী বেড়েই চলেছে। আর দূর্ণীতি গ্রস্থ কিছু পুলিশের পকেটভারী হয়ে যাচ্ছে। যার ফলে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতী হয়ে গেছে। অনুসন্ধানি পর্ব-০১