গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড়ে জমিজমার বিরোধে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুন্নবী ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত নুরুন্নবী ইসলাম খোলাবাড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তার এর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, খোলাবাড়ীতে জমিজমা বিরোধের জেরে নিয়ে নুরুন্নবী সরকারের সঙ্গে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী আব্দুল মান্নান এর সাথে বিরোধ চলছিল। গত ১৭ জুলাই আসামীরা নুরুন্নবী সরকারের বাড়ীতে অনধিকার প্রবেশ করে নুরুন্নবী সরকারসহ কয়েকজনকে আহত করে।
এ সময় আব্দুল মান্নানের লোকজনের হামলায় নুরুন্নবী সরকার গুরুতর আহত হন। নুরুন্নবী ইসলাম প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হয় অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করে। চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ আগস্ট রংপুর মেডিকেলে তার মৃত্যু হয়।
বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের এক বাসিন্দা দৈনিক আমাদের মাতৃভূমিকে বলেন, বল্লমঝাড়ে জমিজমার বিরোধে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুন্নবী ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে । বল্লমঝাড়ের সকল এলাকাবাসী নুরুন্নবীর হত্যার বিচার চেয়ে মানববন্ধন করছেন।
মৃত নুরুন্নবী সরকারের পুত্র মোঃ গোলাপ দৈনিক আমাদের মাতৃভূমিকে বলেন, আমার বাবার সাথে জমিজমা বিষয় নিয়ে অত্র এলাকার ১। মোঃ আব্দুল মান্নান (৫৫), ২। আব্দুস সালাম (৫০), ৩। মোঃ ফারুক (৩৫), ৪। মোঃ মাসুদ (৩৫), ৫। মোঃ সাকিল (২৫), ৬। মোঃ রাসেল (২৭) ৭। মোঃ লাবলু (৪৫) ও সাজেদা বেগম ইউপি সদস্যসহ আরো অজ্ঞাত নামা ৪/৫ জন আমার বাবাকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার বাবাকে গুরুতর আহত করে। পরে আমার বাবাকে গাইবান্ধা সদর হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলেও ডাক্তার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। গত ১৮ জুলাই থেকে আমার বাবা চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ আগষ্ট মৃত্যুবরণ করেন। প্রতি পক্ষের হামলার পরপরি আমরা থানায় একটি অভিযোগ দ্বায়ের করলেও পুলিশ আসামীদের না ধরে বরং পুলিশের সামনেই ঘুরাফেরা করেন উক্ত আসামীরা।
মৃত নুরুন্নবীর পুত্র আরো বলেন, ঘটনার দিন আমার বাবাসহ আমাদের অত্র গ্রামের বেশ কয়েকজন গুরুতর আহত হলেও পুলিশ কর্মকর্তা মোটা অংকের ঘুষ খেয়ে এখনো আসামীদের গ্রেফতার করছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক খোলাবাড়ী গ্রামের এক বাসিন্দা দৈনিক আমাদের মাতৃভূমিকে বলেন, নুরুন্নবী খুব ভালো মানুষ গত ১৭ জুলাই নরুন্নবী জমিজমার বিরুধে অত্র এলাকার বেশ কয়েকজন ভূমিদস্যু মিলে নুরুন্নবীসহ বেশ ৭ জন আহত হয়ে ৫ জন গাইবান্ধা সদর হাসপাতালে, নুরুন্নবীসহ ২জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেও গত ২৭ আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আমরা প্রশাসনের কাছে দাবী জানাই নুরুন্নবী হত্যার আসামীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য।