বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ২০২৪ সালের জানুয়ারিতে। এদিকে জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে দেশটির দূতাবাস।
রবিবার (২১ মে) দূতাবাসের ওয়েবসাইটে এ বিষয়ে সতর্ক বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সতর্ক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ ও অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ ক্রমেই বাড়তে পারে।
দেশটির নাগরিকদের উদ্দেশে আরও বলা হয়, ‘মনে রাখতে হবে, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। ফলে বিক্ষোভ ও কোনো বড় সমাবেশের আশপাশে থাকা অবস্থায় সতর্কতা অবলম্বন করুন।’
ওই বার্তায় ব্যক্তিগত নিরাপত্তা পর্যালোচনা করে স্থানীয় ঘটনাসহ আশপাশের বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছে বাংলাদেশে অবস্থানরত মার্কিন দূতাবাস
আমাদের মাতৃভূমি/মাজহারুল