ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণখানে পাষণ্ড স্বামী ও তার বন্ধুরা মিলে স্ত্রীকে ধর্ষণ! বিচারের আশায় ধর্ষিতা নারী কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনার নেপথ্যে অভ্যন্তরীণ কোন্দল হাসিনার শাসনামল ছিল ইতিহাসের কলঙ্ক: যুবদল সভাপতি মোনায়েম মুন্না বোরহানউদ্দিন বিএনপির কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্হা নেয়া হবে: মাফরুজা সুলতানা পাঁচবিবির ইউএনও জেলা প্রশাসককে গাছের চারা উপহার মঠবাড়িয়ায় মুদি মনোহরী দোকান থেকে নগদ টাকা সহ মালামাল চুরির অভিযোগ রাজবাড়ী সদরের আলীপুরে একই সময় দুই স্বামীর সঙ্গে সংসার জান্নাতুলের, এলাকায় চাঞ্চল্য শেখ হাসিনার পতন ও বিতর্কিত ঠিকাদার শাহ আলমের সখ্যতার নতুন খেলা” গুলশানে বেদখল হাজার কোটি টাকার সম্পত্তি, জানা গেল বাড়িগুলোর নাম-ঠিকানা প্রয়োজন ছাড়া প্রকল্প তৈরি নাম করে হাতিয়ে নিচ্ছে লক্ষ কোটি টাকা রেলওয়ে পূর্বাঞ্চল কর্মকর্তারা।

ব্যতিক্রমী হ্যাটট্রিক রোনালদোর, আল-নাসরের গোলবন্যা

নতুন এক ধারা শুরু করেছেন রোনালদো! যেন তিনি মাঠে নামছেনই জোড়া গোলের লক্ষ্যে। পর্তুগিজ সুপারস্টার এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে জোড়া গোল করেছেন। প্রথম দু’বার পর্তুগালের জার্সিতে এবং এবার আল-নাসরের হয়ে দুই গোল করেছেন সিআরসেভেন। যার মাধ্যমে তিনি সৌদি ক্লাবটির রাতটাও রাঙিয়ে দিলেন। যার মাধ্যমে তারা প্রতিপক্ষ দলকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।

আগের দুই ম্যাচে রোনালদোর আক্রমণের শিকার দুই আন্তর্জাতিক দল লিখটেস্টেইন ও লুক্সেবার্গ। এবার ভুক্তভোগী ক্লাব আল-আদাহ।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে প্রতিপক্ষের মাঠে তাদের মুখোমুখি হয় আল-নাসর। ম্যাচের শুরু থেকেই রোনালদো আদাহ’র দুর্গে অবস্থান নেন। পর্তুগালে যেখানে শেষ করেছেন, সেখান থেকেই তিনি শুরু করেছেন আল-নাসরে। ম্যাচের চতুর্থ মিনিটে সফরকারীরা রোনালদোর আক্রমণে এগিয়ে যেতে পারত। তার সেই চেষ্টা ব্যর্থ হয়। উল্টো নিজেদের রক্ষণে চাপ সামলাতে হয় স্বাগতিক আল-আদাহ’র। অল্প সময়ের ব্যবধানে দু’বার তারা নাসরকে পরীক্ষায় ফেলে।

১৪ মিনিটে ফ্রি-কিক পেয়েছিল আল নাসর। রোনালদো অবশ্য সেই ফ্রি-কিক নেননি, কোনো ফলও আসেনি। অবশ্য ১৫ মিনিট পর্যন্ত কোনো দলই সেভাবে আক্রমণ শাণাতে পারেনি। এতে দেখাও আর মেলেনি গোলের। ২০ মিনিটের পর বেশ কয়েকবার প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয় আল-নাসর। তবে তারা সুযোগ হাতছাড়া করে ২৯ মিনিটে। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি আবদুলরহমান ঘারিব।

ম্যাচের প্রথম ডেডলাইন ভাঙা গোল আসে ৪০ মিনিটে। আল-আদাহ’র ডি-বক্সে আবদুল্লাহ আল আমরি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় নাসর। সে সময় সফল স্পট কিক নেন রোনালদো। তবে শটটি ঠেকাতে বলের দিকে ঝাঁপিয়ে পড়েও আদাহ গোলরক্ষক পরাস্ত হন। তবে এরপর নিজের ও দলের ব্যবধান দ্বিগুণ করতে পারতেন রোনালদো। অল্পের জন্য তিনি মাথা ছোঁয়াতে পারেননি। ১-০ গোলে এগিয়ে থেকেই তার দল বিরতিতে যায়।

dhakapost
এ নিয়ে টানা তিন ম্যাচে জোড়া গোল পেলেন সিআরসেভেন

আল-নাসরের আক্রমণ বজায় ছিল দ্বিতীয়ার্ধেও। সেই ধারবাহিকতায় এবার বেশ দ্রুত তারা গোলও পেয়ে যায়। এবার তাদের হয়ে গোল করেন তালিসকা। এই ম্যাচে তিনিও রোনালদোর মতো দুই গোল করেন। ৫৫ মিনিটে তালিসকার গোলে দ্বিগুণ লিড পেয়ে যায় রুডি গার্সিয়ার দল। এরপর ডান পায়ে অভ্যস্ত পর্তুগিজ তারকা দুর্দান্ত একটি গোল করেন বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে। ৬৬ মিনিটে করা তার সেই গোল আল নাসরের হয়ে ব্যবধান ৩-০ ব্যবধান এনে দেয়।

৭৮ মিনিটে অসাধারণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তালিসকা। যোগ করা সময়ে আয়মান ইয়াহিয়া আল নাসরের হয়ে ৫ম গোলটি করেন। বড় জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকতে হচ্ছে আল নাসরকে। এক পয়েন্টে পিছিয়ে আছে তারা আল ইতিহাদের চেয়ে। শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ৫৩।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণখানে পাষণ্ড স্বামী ও তার বন্ধুরা মিলে স্ত্রীকে ধর্ষণ! বিচারের আশায় ধর্ষিতা নারী

ব্যতিক্রমী হ্যাটট্রিক রোনালদোর, আল-নাসরের গোলবন্যা

আপডেট সময় ০১:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

নতুন এক ধারা শুরু করেছেন রোনালদো! যেন তিনি মাঠে নামছেনই জোড়া গোলের লক্ষ্যে। পর্তুগিজ সুপারস্টার এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে জোড়া গোল করেছেন। প্রথম দু’বার পর্তুগালের জার্সিতে এবং এবার আল-নাসরের হয়ে দুই গোল করেছেন সিআরসেভেন। যার মাধ্যমে তিনি সৌদি ক্লাবটির রাতটাও রাঙিয়ে দিলেন। যার মাধ্যমে তারা প্রতিপক্ষ দলকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।

আগের দুই ম্যাচে রোনালদোর আক্রমণের শিকার দুই আন্তর্জাতিক দল লিখটেস্টেইন ও লুক্সেবার্গ। এবার ভুক্তভোগী ক্লাব আল-আদাহ।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে প্রতিপক্ষের মাঠে তাদের মুখোমুখি হয় আল-নাসর। ম্যাচের শুরু থেকেই রোনালদো আদাহ’র দুর্গে অবস্থান নেন। পর্তুগালে যেখানে শেষ করেছেন, সেখান থেকেই তিনি শুরু করেছেন আল-নাসরে। ম্যাচের চতুর্থ মিনিটে সফরকারীরা রোনালদোর আক্রমণে এগিয়ে যেতে পারত। তার সেই চেষ্টা ব্যর্থ হয়। উল্টো নিজেদের রক্ষণে চাপ সামলাতে হয় স্বাগতিক আল-আদাহ’র। অল্প সময়ের ব্যবধানে দু’বার তারা নাসরকে পরীক্ষায় ফেলে।

১৪ মিনিটে ফ্রি-কিক পেয়েছিল আল নাসর। রোনালদো অবশ্য সেই ফ্রি-কিক নেননি, কোনো ফলও আসেনি। অবশ্য ১৫ মিনিট পর্যন্ত কোনো দলই সেভাবে আক্রমণ শাণাতে পারেনি। এতে দেখাও আর মেলেনি গোলের। ২০ মিনিটের পর বেশ কয়েকবার প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয় আল-নাসর। তবে তারা সুযোগ হাতছাড়া করে ২৯ মিনিটে। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি আবদুলরহমান ঘারিব।

ম্যাচের প্রথম ডেডলাইন ভাঙা গোল আসে ৪০ মিনিটে। আল-আদাহ’র ডি-বক্সে আবদুল্লাহ আল আমরি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় নাসর। সে সময় সফল স্পট কিক নেন রোনালদো। তবে শটটি ঠেকাতে বলের দিকে ঝাঁপিয়ে পড়েও আদাহ গোলরক্ষক পরাস্ত হন। তবে এরপর নিজের ও দলের ব্যবধান দ্বিগুণ করতে পারতেন রোনালদো। অল্পের জন্য তিনি মাথা ছোঁয়াতে পারেননি। ১-০ গোলে এগিয়ে থেকেই তার দল বিরতিতে যায়।

dhakapost
এ নিয়ে টানা তিন ম্যাচে জোড়া গোল পেলেন সিআরসেভেন

আল-নাসরের আক্রমণ বজায় ছিল দ্বিতীয়ার্ধেও। সেই ধারবাহিকতায় এবার বেশ দ্রুত তারা গোলও পেয়ে যায়। এবার তাদের হয়ে গোল করেন তালিসকা। এই ম্যাচে তিনিও রোনালদোর মতো দুই গোল করেন। ৫৫ মিনিটে তালিসকার গোলে দ্বিগুণ লিড পেয়ে যায় রুডি গার্সিয়ার দল। এরপর ডান পায়ে অভ্যস্ত পর্তুগিজ তারকা দুর্দান্ত একটি গোল করেন বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে। ৬৬ মিনিটে করা তার সেই গোল আল নাসরের হয়ে ব্যবধান ৩-০ ব্যবধান এনে দেয়।

৭৮ মিনিটে অসাধারণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তালিসকা। যোগ করা সময়ে আয়মান ইয়াহিয়া আল নাসরের হয়ে ৫ম গোলটি করেন। বড় জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকতে হচ্ছে আল নাসরকে। এক পয়েন্টে পিছিয়ে আছে তারা আল ইতিহাদের চেয়ে। শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ৫৩।