ঢাকা ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থের লোভ দেখিয়ে ‘গণঅভ্যুত্থানের’ ব্যর্থ চেষ্টা, নেপথ্যে কারা? দক্ষিণখানে পাষণ্ড স্বামী ও তার বন্ধুরা মিলে স্ত্রীকে ধর্ষণ! বিচারের আশায় ধর্ষিতা নারী কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনার নেপথ্যে অভ্যন্তরীণ কোন্দল হাসিনার শাসনামল ছিল ইতিহাসের কলঙ্ক: যুবদল সভাপতি মোনায়েম মুন্না বোরহানউদ্দিন বিএনপির কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্হা নেয়া হবে: মাফরুজা সুলতানা পাঁচবিবির ইউএনও জেলা প্রশাসককে গাছের চারা উপহার মঠবাড়িয়ায় মুদি মনোহরী দোকান থেকে নগদ টাকা সহ মালামাল চুরির অভিযোগ রাজবাড়ী সদরের আলীপুরে একই সময় দুই স্বামীর সঙ্গে সংসার জান্নাতুলের, এলাকায় চাঞ্চল্য শেখ হাসিনার পতন ও বিতর্কিত ঠিকাদার শাহ আলমের সখ্যতার নতুন খেলা” গুলশানে বেদখল হাজার কোটি টাকার সম্পত্তি, জানা গেল বাড়িগুলোর নাম-ঠিকানা

সমঝোতায় টটেনহ্যাম ছাড়লেন কন্তে

বাজে মৌসুম কাটানো টটেনহ্যামের কোচ অ্যান্তনিও কন্তেকে নিয়ে সমালোচনা কম হয়নি। এছাড়া শিষ্যদের সঙ্গেও শীতল সম্পর্ক চলছিল তার। এর মাঝেই ছাটাইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন কন্তে। অবশ্য এখনই তিনি টটেনহ্যাম অধ্যায় শেষ করতে চাননি। তা আর হলো কই! দু’পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায় টটেনহ্যাম থেকে বিদায় নিলেন এই ইতালিয়ান কোচ।

চলতি মৌসুমে লিগ কাপ ও এফএ কাপ থেকে আগেই বিদায় নিয়েছে টটেনহ্যাম। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও তাদের বিদায় ঘণ্টা বাজায় এসি মিলান। শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ইংলিশ ক্লাবটি। অন্যদিকে, সর্বশেষ ভরসা হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগেও টটেনহ্যাম সংগ্রাম করছে। চতুর্থ স্থানে থাকলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিভারপুল ও নিউক্যাসলের মতো দল। ফলে আরও একটি শিরোপাহীন মৌসুম কাটানো দলটির জন্য সময়ের ব্যপার মাত্র।

দলটির সাবেক ওস্তাদ মাউরিসিও পচেত্তিনোকে ছাঁটাইয়ের পর কন্তেকে নিয়ে চতুর্থ কোচ বিদায় করল। ১৬ মাস আগে কন্তে টটেনহ্যামের দায়িত্ব নিয়েছিলেন। ক্লাবের হয়ে ৭৬টি ম্যাচ পরিচালনা করে জয় পেয়েছেন ৪১ ম্যাচে। হার দেখেছেন ২৩ ম্যাচে। যা সাম্প্রতিক সময়ে নিজেদের সবচেয়ে বাজে পরিসংখ্যান।

এক বিবৃতিতে ক্লাবের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলেছেন, ‘আমাদের ১০টি প্রিমিয়ার লিগের ম্যাচ বাকি আছে এবং চ্যাম্পিয়ন্স লিগের জায়গার জন্য লড়াইটা আমাদের হাতেই রয়েছে। এটিও একসঙ্গে টানতে হবে আমাদের সবাইকে। ক্লাব এবং অনুগত সমর্থকদের জন্য সম্ভাব্য সর্বোচ্চ ফল পেতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।’

কন্তে বিদায় নিলেও নতুন কোচ হিসেবে কাউকে দায়িত্ব দেয়নি ক্লাবটি। আপাতত কন্তের অ্যাসিস্ট্যান্ট কোচ ক্রিস্তিয়ান স্তেলিনি মৌসুমের বাকি পথ পর্যন্ত সামলাবেন। ক্লাবটির সাবেক মিডফিল্ডার রায়ান ম্যাসন থাকবেন তার ডেপুটি হিসেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের লোভ দেখিয়ে ‘গণঅভ্যুত্থানের’ ব্যর্থ চেষ্টা, নেপথ্যে কারা?

সমঝোতায় টটেনহ্যাম ছাড়লেন কন্তে

আপডেট সময় ০১:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

বাজে মৌসুম কাটানো টটেনহ্যামের কোচ অ্যান্তনিও কন্তেকে নিয়ে সমালোচনা কম হয়নি। এছাড়া শিষ্যদের সঙ্গেও শীতল সম্পর্ক চলছিল তার। এর মাঝেই ছাটাইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন কন্তে। অবশ্য এখনই তিনি টটেনহ্যাম অধ্যায় শেষ করতে চাননি। তা আর হলো কই! দু’পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায় টটেনহ্যাম থেকে বিদায় নিলেন এই ইতালিয়ান কোচ।

চলতি মৌসুমে লিগ কাপ ও এফএ কাপ থেকে আগেই বিদায় নিয়েছে টটেনহ্যাম। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও তাদের বিদায় ঘণ্টা বাজায় এসি মিলান। শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ইংলিশ ক্লাবটি। অন্যদিকে, সর্বশেষ ভরসা হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগেও টটেনহ্যাম সংগ্রাম করছে। চতুর্থ স্থানে থাকলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিভারপুল ও নিউক্যাসলের মতো দল। ফলে আরও একটি শিরোপাহীন মৌসুম কাটানো দলটির জন্য সময়ের ব্যপার মাত্র।

দলটির সাবেক ওস্তাদ মাউরিসিও পচেত্তিনোকে ছাঁটাইয়ের পর কন্তেকে নিয়ে চতুর্থ কোচ বিদায় করল। ১৬ মাস আগে কন্তে টটেনহ্যামের দায়িত্ব নিয়েছিলেন। ক্লাবের হয়ে ৭৬টি ম্যাচ পরিচালনা করে জয় পেয়েছেন ৪১ ম্যাচে। হার দেখেছেন ২৩ ম্যাচে। যা সাম্প্রতিক সময়ে নিজেদের সবচেয়ে বাজে পরিসংখ্যান।

এক বিবৃতিতে ক্লাবের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলেছেন, ‘আমাদের ১০টি প্রিমিয়ার লিগের ম্যাচ বাকি আছে এবং চ্যাম্পিয়ন্স লিগের জায়গার জন্য লড়াইটা আমাদের হাতেই রয়েছে। এটিও একসঙ্গে টানতে হবে আমাদের সবাইকে। ক্লাব এবং অনুগত সমর্থকদের জন্য সম্ভাব্য সর্বোচ্চ ফল পেতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।’

কন্তে বিদায় নিলেও নতুন কোচ হিসেবে কাউকে দায়িত্ব দেয়নি ক্লাবটি। আপাতত কন্তের অ্যাসিস্ট্যান্ট কোচ ক্রিস্তিয়ান স্তেলিনি মৌসুমের বাকি পথ পর্যন্ত সামলাবেন। ক্লাবটির সাবেক মিডফিল্ডার রায়ান ম্যাসন থাকবেন তার ডেপুটি হিসেবে।