মৌলভীবাজারের বড়লেখায় দূর্বার মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে এবং দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের সহযোগিতায় ৫০ হাজার বৃক্ষ রূপন কে স্বাগত জানিয়ে UMBRELLA YOUTH FOUNDATION কর্তৃক ENVIRONMENTALIST AWARD 2022 অর্জন করলো দূর্বার মুক্ত স্কাউট দল।
গতকাল সিলেট হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল হলরুমে বিকেল ৪ ঘটিকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এমাদউল্লা শহীদুল ইসলাম, শা.বির অধ্যাপক আ.ফ.ম জাকারিয়া।
এসময় বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দূর্বার মুক্ত স্কাউট দলের সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে দুই বছরে ৫০ হাজার বৃক্ষ রোপনের স্মীকৃতি স্বরুপ তাঁর প্রতিষ্ঠিত দূর্বার মুক্ত স্কাউট দলকে YOUTH FOUNDATION কর্তৃক ENVIRONMENTALIST AWARD 2022 প্রদান করা হয়।
এ্যায়ার্ড গ্রহণকালে উপস্থিত ছিলেন দূর্বার মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার মোঃ তৌফিকুল ইসলাম আবির, কাউন্সিলর জুম্মন হোসেন নয়ন, ও সিনিয়র সদস্য সাবের হোসেন জয়।