হবিগঞ্জের আজমিরীগঞ্জ এ বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন, আজমিরীগঞ্জ এর সহযোগিতায় মাদক, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে উদ্বুদ্ধ করন সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৩ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নিবাহী অফিসার সুলতানা সালেহা সুমী মহোদয়ের সহযোগীতায় এবং জেলা প্রশাসক ইশরাত জাহান মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ মোশারফ হোসেন, বিভাগীয় কমিশনার, সিলেট মহোদয়।
আরও উপস্থিত ছিলেন মর্তুজা হাসান চেয়ারম্যান আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলী, কৃষি কর্মকর্তা বনি আমিন খান, শিক্ষা অফিসার মজনুর রহমান, সহকারী শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম সহ উক্ত সমাবেশে ছাত্র, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা চেয়ারম্যান, ইউ/পি চেয়ারম্যান বৃন্দ, সম্মানিত আলেমগন, পুরোহিতবৃন্দ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মহোদয় আজমিরীগঞ্জ এর মানুষের ধর্মীয় সম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ক্ষেত্রে সাফল্যের প্রসংশা করেন।