ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ০৩

টেকনাফে পানবোঝাই ট্রাক উল্টে হাসান আহমদ (৩৫) নামে এক দিনমজুর মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শিলখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হাসান আহমদ (৩৫) টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার ছৈয়দ আহমদের ছেলে।

তিনি একজন দিনমজুর। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মশিউর রহমান জানান, রাতে উপজেলার শিলখালী বাজার থেকে পানভর্তি করে একটি ট্রাক টেকনাফ সদরের উদ্দেশে রওনা দেয়। গাড়িটি অভ্যন্তরীণ সংযোগ হয়ে মেরিন ড্রাইভ সড়কে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চার শ্রমিক চাপা পড়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহত অপর তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

অপরদিকে কক্সবাজারের ঈদগাঁওয়ে মালবাহী কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওয়ের মেহের ঘোনা এলাকার কলেজ গেট ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২৬) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২১)। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঈদগাঁও স্টেশনের দিকে যাচ্ছিল। এসময় ঈদগাঁও কলেজের গেটে পৌঁছালে কক্সবাজার অভিমুখী একটি কাভার্ড ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ঘ হয়। এতে দুইজনই ঘটনাস্থলে মারা যায়। পরিবারের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ০৩

আপডেট সময় ০৯:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩

টেকনাফে পানবোঝাই ট্রাক উল্টে হাসান আহমদ (৩৫) নামে এক দিনমজুর মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শিলখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হাসান আহমদ (৩৫) টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার ছৈয়দ আহমদের ছেলে।

তিনি একজন দিনমজুর। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মশিউর রহমান জানান, রাতে উপজেলার শিলখালী বাজার থেকে পানভর্তি করে একটি ট্রাক টেকনাফ সদরের উদ্দেশে রওনা দেয়। গাড়িটি অভ্যন্তরীণ সংযোগ হয়ে মেরিন ড্রাইভ সড়কে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চার শ্রমিক চাপা পড়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহত অপর তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

অপরদিকে কক্সবাজারের ঈদগাঁওয়ে মালবাহী কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওয়ের মেহের ঘোনা এলাকার কলেজ গেট ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২৬) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২১)। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঈদগাঁও স্টেশনের দিকে যাচ্ছিল। এসময় ঈদগাঁও কলেজের গেটে পৌঁছালে কক্সবাজার অভিমুখী একটি কাভার্ড ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ঘ হয়। এতে দুইজনই ঘটনাস্থলে মারা যায়। পরিবারের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।