‘‘বাংলাদেশ আমার অহংকার’’ এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, ডাকাতি,জলদস্যু, চাঁদাবাজ, জঙ্গী দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
স্থানীয় ও নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী জামাল চৌফলদন্ডী এলাকার একজন কুখ্যাত সসস্ত্র ডাকাত সর্দার। দীর্ঘদিন যাবৎ এলাকায় জনমনে ভয়ভীতি প্রদর্শনপূর্বক চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। এছাড়া কোনো ব্যক্তি তার বিরোদ্ধাচরণ করলে সে তার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে তাদের গুরুতর জখম ও বাড়িঘর ভাংচুর করত।
বিষয়টি র্যাব-১৫,কক্সবাজার অবগত হওয়ার সাথে সাথে তাকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন কৌশল অবলম্বন শুরু করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১১/০২/২০২২ খ্রিঃ তারিখ অনুঃ ১৬.৩০ ঘটিকায় র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর ক্যাম্পের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন চৌফলদন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ ডাকাত জামাল হোসেন জামাইল্যা (৪০), পিতা- মৃত আবুল খাইর, সাং, চৌফলদন্ডী (মাইজ পাড়া), ইউপি-চৌফলদন্ডী,থানা-কক্সবাজার সদর, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ যে,আটককৃত আসামী জামাল ডাকাত এর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২ টি ডাকাতি, ০২ টি হত্যা মামলা, ০১ টি খুনসহ ডাকাতি, ০২ টি দাঙ্গা ও দখল সংক্রান্ত মামলা রয়েছে এবং সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।