সিলেটের সাংবাদিকদের অহংকার ছয় সম্পাদকরা ঢাকায় অবস্থান করে জাতীয় দৈনিক গুলোতে কাজ করছেন বহুকাল ধরে। সরকারের নানা উন্নয়নের পাশাপাশি তথা সিলেটবাসীর কল্যাণে প্রতিনিয়ত কাজ করছেন তারা।
দেশের সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র, সিলেটের সাংবাদিক সমাজের অভিভাবক মতিউর রহমান চৌধুরী দেশের প্রথম ও একমাত্র ট্যাবলয়েড দৈনিক “মানবজমিন’ এর প্রধান সম্পাদক।
১৯৯২ সালে তিনি সম্পাদক ও প্রকাশক হিসেবে দৈনিক বাংলাবাজার পত্রিকা প্রকাশ করেছিলেন। পরবর্তীতে বাংলাবাজার পত্রিকা বিক্রি করে দৈনিক মানবজমিন বের করেন। মানবজমিন এর সম্পাদক ও প্রকাশক হিসেবে আছেন উনার সহধর্মিণী মাহবুবা চৌধুরী।
দৈনিক ‘বাংলাদেশ সময়’ এর ভারপ্রাপ্ত সম্পাদক’র দায়িত্ব নিয়েছেন করিম আহমদ। পত্রিকাটি নতুন আঙ্গিকে বাজারে আসার অপেক্ষায় আছে। ইতোপূর্বে করিম আহমদ একাধিক জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদনা করেছেন। প্রকাশিত হলো মুস্তাফিজ শফি সম্পাদিত ‘প্রতিদিনের বাংলাদেশ’।
রংধনু গ্রুপের অর্থায়নে ২০২৩ সালের এটা প্রথম দৈনিক পত্রিকা। মুস্তাফিজ শফি পূর্ণাঙ্গ সম্পাদক হওয়ার ফলে বাংলাদেশে জাতীয় দৈনিকে বৃহত্তর সিলেটের ৬ সম্পাদক দায়িত্ব পালন করছেন।
মুস্তাফিজ শফি ইতিপূর্বে দৈনিক ‘সমকাল’র ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। গোলাম সারওয়ার মারা যাওয়ার পর মুস্তাফিজ শফি সমকাল এর সম্পাদনার দায়িত্ব পান। একাধিক পত্রিকার দায়িত্বপূর্ণ পদে কর্মরত সাংবাদিক দুলাল আহমদ চৌধুরী বর্তমানে দৈনিক ‘মানবকণ্ঠের’ ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মূলত স্পোর্টস সাংবাদিকতার সাথে জড়িত মোস্তফা মামুন দৈনিক ‘দেশ রূপান্তর’ এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঐ পত্রিকার সম্পাদক অমিত হাবিবের অকাল মৃত্যুতে তিনি এই দায়িত্ব লাভ করেন।
কাজী তোফায়েল আহমদ ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক ‘স্বপ্নবাংলা’ (প্রকাশিতব্য জাতীয় দৈনিক) দায়িত্ব পালন করছেন।