নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙ্গা গ্রামের মৃত্যু মহির উদ্দিনের স্ত্রী হামিজা বেগমের উপর হামলা চালিয়েছে তারই বীমাতা সন্তান।
স্থানীয় সূত্রে ও মামলার অভিযোগ থেকে জানা যায় গত পাঁচ বছর পূর্বে বিমাতা সন্তান মোহাম্মদ সাখাওয়াত আলী জমি বিক্রির প্রস্তাব করিলে তার মা জমি কিনতে চায় পাশাপাশি বায়না স্বরূপ উক্ত শাকওয়াত হোসেনকে নয় হাজার টাকা স্থানীয় গণ্য মান্য ব্যক্তির মাধ্যমে প্রদান করেন কিন্তু অদ্যবতী জমি না দিয়ে গত ৫বছর থেকে বিভিন্ন কাল ক্ষেপন শুরু করেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকার শিউলি বেগম দৈনিক আমাদের মাতৃভূমিকে জানান, গত ২৭/১/২০২৩ খ্রিস্টীয় তারিখে দুপুরবেলা আমাদের দোকানের সামনে আমার ছোট ভাই খোকন এবং আমি আমাদের সমস্যার কারণে আমার আপন বিমাতা বড় ভাইয়ের নিকট বায়নার নয় হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা ফেরত চাইলে আমার বড় ভাই ক্ষিপ্ত হয়ে আমাদের দোকানের সামনে লোকজনকে নিয়ে এসে অতর্কিত ভাবে আমার এবং আমার মায়ের উপর হামলা চালায় এতে আমার মা গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে মাকে চিকিৎসার জন্য দ্রুত ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া ভর্তি করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগীর মেয়ে আরো বলেন কোন কিছুতেই আমাদেরকে থাকতে দিচ্ছে না নানান অজুহাতে আমাদের উপর নির্যাতন চালায় আমার বিমাতা ভাই সাখাওয়াত হোসেন আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে উক্ত ইউনিয়নের বীট পুলিশ অফিসার এসআই প্রদীপ কুমার দৈনিক আমাদের মাতৃভূমিকে জানান, দুই পক্ষের একটি করে অভিযোগ আমরা পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।