যুব নেতৃত্ব শক্তিশালী করার মাধ্যমে মানবিক মূল্যবোধসম্পন্ন সেচ্ছাসেবক গঠনের শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ১৫তম রেড ক্রিসেন্ট যুব প্রধান সম্মেলন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সম্মেলনে সারাদেশে সোসাইটির ৬৯টি ইউনিটের যুব প্রধানরা অংশগ্রহণ করে।
সংস্থাটি জানায়, দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব। সম্মেলনটি আগামীকাল শেষ হবে। আবদুল ওয়াহ্হাব বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চার দশকের বেশি সময় ধরে বিপন্ন মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সেবামূলক এ কার্যক্রমে সোসাইটির চালিকাশক্তি যুব স্বেচ্ছাসেবকরা। সোসাইটিসহ দেশের উন্নয়নে এসব স্বেচ্ছাসেকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি।
বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক আজাদ এ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আজকের দিনের যুবরাই নেতৃত্ব দেবে। সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সোসাইটির কোষাধ্যক্ষ এম এ ছালাম প্রমুখ।