আজ (৩১ জানুয়ারি) স্বেচ্ছাসেবক সংগঠন পাখি প্রেমিক সোসাইটির সাধারণ সম্পাদক সাংবাদকর্মী বিশ্বজিৎ পালের নেতৃত্বে ঐ সংগঠনের কয়েকজন সদস্য নিয়ে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার থেকে শিকারির কবল থেকে ২টি বিরল বিলুপ্ত প্রজাতির ডাহুক পাখি উদ্ধার করেছেন।
সেসময় পাখি শিকারি সাধারণ সম্পাদকের দস্তাদস্তি হয় এবং শিকারি কর্তৃক দেখে নেয়ার হুমকিও দেয়া হয়। জানা গেছে,ওই পাখি শিকারী ধরমন্ডল গ্রামের বাসিন্দা। পাখি প্রেমিক সোসাইটির সদস্যরা পাখি দুটিকে হবিগঞ্জ বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর পরামর্শে স্থানীয় জগদীশপুর বাজারের বিট কর্মকর্তা কার্যালয় হস্তান্তর করেন।
আরও জানা গেছে, পাখিগুলাকে পরবর্তীতে সর্বসম্মুক্ষে নিয়মানুসারে অবমুক্ত করা হবে। পাখি প্রেমিক সোসাইটির প্রধান উপদেষ্টা সাংবাদিক আজিজুর রহমান জয় বলেন,আমরা যে ২টি ডাহুক উদ্ধার করেছি সেটি বাংলাদেশে বিলপ্ত প্রজাতির পাখি। আমরা বন বিভাগের সাথে হবিগঞ্জ তথা মাধবপুরকে বন্যপ্রাণী অপরাধমুক্ত রাখার জন্য কাজ করেছি।
এলাকার বা বহিরাগত লোকজন এসে যারা বন্যপ্রাণী ধরে বা শিকার করে তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে প্রতিরোধ করার চেষ্টা করি। উল্লেখ্য,বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ও ৪১ ধারায় বন্যপ্রাণী তথা পাখি ধরা, শিকার বা পালন আইনত দণ্ডনীয় অপরাধ।