আগামীকাল পহেলা ফেব্রুয়ারি বগুড়া-৬ এবং ৪ আসনে সংসদ উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনে দায়িত্ব পালনকারী অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩১ জানুয়ারি সকালে বগুড়া পুলিশ লাইন্স মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী দিকনির্দেশনা মূলক বক্তব্যে, সংসদ উপ-নির্বাচন-২০২৩ উপলক্ষে ডিউটিতে মোতায়েনকৃত সকল পুলিশ সদস্যদের সঠিকভাবে ডিউটি পালনের জন্য নির্দেশনা প্রদান করেন এবং নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে লক্ষ্যে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। সেই সাথে নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত সকল আইনানুগ দায়িত্ব প্রতিপালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা, নিরপেক্ষতা, সততা ও সাহসের সাথে পালনের জন্য নির্দেশনা প্রদান করেন ।
উক্ত ব্রিফিং প্যারেডে বগুড়া জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাইরের জেলা হতে আগত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ এবং আনসার ও ভিডিপির কর্মকর্তা ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।