সংসদ চলাকালীন কোনো সদস্য ধূমপানের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য দিতে চাইলে নির্ধারিত সময় বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। তিনি বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। আর স্মার্ট বাংলাদেশে ধূমপান থাকতে পারে না।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয় আয়োজিত “তামাক নিয়ন্ত্রণ আইন ও সমসাময়িক ভাবনা” বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শামসুল হক টুকু বলেন, ধূমপানের বিরুদ্ধে সংসদে কথা বললে সময় বেশি দেওয়া হবে। যেকোনো সংসদ সদস্য যদি ধূমপান সম্পর্কে সচেতনতামূলক কথা বলতে চান, তাহলে আমি প্রত্যেককে দুই মিনিট সময় বাড়িয়ে দেব। কেউ যদি আরও তথ্য উপাত্ত নিয়ে বাড়িয়ে বলতে চায় তাকে আরও এক-দুই মিনিট সময় বাড়িয়ে দেব। তবে সচেতনতামূলক বক্তব্য হতে হবে।
তিনি বলেন, দেশে ধূমপায়ী অধূমপায়ীদের যুদ্ধ চলছে। যখন আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এগোচ্ছি, তখন তামাক প্রতিষ্ঠানগুলোও তাদের কৌশল পাল্টাচ্ছে। তারা এখন সমাজে ই-সিগারেট ছড়িয়ে দিচ্ছে। দেশে ধূমপায়ীদের দৌরাত্ম্যে ভবিষ্যৎ খুবই খারাপের দিকে যাচ্ছে। এজন্যই ধূমপানের বিরুদ্ধে শক্তিশালী আইন খুবই জরুরি হয়ে পড়েছে।
টুকু বলেন, দেশে ধূমপায়ীদের সংখ্যা সবচেয়ে বেশি শ্রমজীবীদের মধ্যে। এর থেকে যতই উপরে যাবেন, সেটা কমতে থাকবে। এজন্য শ্রমজীবীদের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী আমাদেরকে একটা টার্গেট দিয়েছেন, ৪১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও ধূমপানমুক্ত বাংলাদেশ করতে হবে। আমরা এটা নিয়ে কাজ করছি।
তিনি আরও বলেন, ধূমপান নিয়ন্ত্রণে শুধুমাত্র আইন করে কিছু হবে না। একটি চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সিদ্ধান্তই যথেষ্ট নয়। এজন্য ধূমপায়ীদের বিরুদ্ধে সচেতনতামূলক কাজ করতে হবে। কিছু কিছু সামাজিক সংগঠন কাজ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুল আজিজ এমপি বলেন, ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক সেবন করছে, তারা জানেও তামাকে ঝুঁকি। তামাক উপকার করে এমন কোনো উদাহরণ আমাদের কাছে নেই, বরং এটা যে মারাত্মক ক্ষতি করে সেই উদাহরণের অভাব নেই। এজন্য তামাক নিয়ন্ত্রণ আইনটিকে সংশোধনের মাধ্যমে আরও শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, দেশে ই-সিগারেট খুবই জনপ্রিয় হয়ে উঠছে। অনাগত ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। ধানমন্ডিসহ ঢাকার অসংখ্য এলাকায় স্মোকিং ক্লাব আছে, এগুলোতে সন্ধ্যায় এতো পরিমাণ ধোঁয়ার ছড়াছড়ি হয়, একজন সাধারণ মানুষ যদি ওই জায়গা যায় সে সুস্থ হয়ে ফিরে আসতে পারবে না। দ্রুততম সময়ে এগুলো বন্ধ করা সময়ের দাবি।
সভায় সভাপতির বক্তব্যে উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, আমাদের জন্য এই বছরটি খুবই গুরুত্বপূর্ণ। সামনে আমাদের জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনী ইশতেহার তৈরি করবে, তারা যেন তামাকের বিষয়টি রাখে। একইসঙ্গে নেতারা যেন এলাকাগুলো তামাকমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি দেবেন।
তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় আইনের খসড়া করেছে। এরইমধ্যে তা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছি। ১৫৫ জন সংসদ সদস্য এতে ঐক্যমত পোষণ করেছেন। সংসদ সদস্যরা সোচ্চার হয়েছেন। যতদ্রুত সম্ভব আইনটি বাস্তবায়ন করা দরকার।
আইন বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ জরুরি উল্লেখ করে আতিউর রহমান আরও বলেন, দেশে তামাকজনিত কারণে প্রতিদিন ৪৫০ জন মানুষ মারা যাচ্ছেন, আইন বাস্তবায়নে একদিন দেরি হলেও আমরা অসংখ্য প্রাণ হারাচ্ছি। এজন্য যতদ্রুত সম্ভব আইনটি বাস্তবায়ন করতে হবে।