২৮ জানুয়ারি ২০২৩খ্রি. শনিবার হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে হবিগঞ্জ জেলা পুলিশ “পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে হবিগঞ্জ পুনাক স্টল সমগ্র বাংলাদেশে ৫ম স্থান অর্জন করায় হবিগঞ্জ পুনাক সভানেত্রী মিসেস তাহেরা রহমান-কে সংবর্ধনা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন খেলাধুলা পর্ব শেষে সন্ধ্যায় পুনাক সভানেত্রীকে সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র সহ বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয়।
হবিগঞ্জ জেলা পুলিশের সুযোগ্য অভিভাবক এস এম মুরাদ আলি, পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে অনুস্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার মহোদয়ের সহধর্মিণী মিসেস তাহেরা রহমান সহ হবিগঞ্জ পুনাকের অন্যান্য নেত্রীবৃন্দ, জেলা পুলিশের সকল পদবীর পুলিশ ও নন-পুলিশ সদস্যগণ তাদের পরিবারবর্গসহ অংশগ্রহণ করেন।
হবিগঞ্জ জেলা পুলিশের এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হান্নান, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ। অনুষ্ঠানের শুরুতে হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয় পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে স্টল প্রদর্শনীতে সারা দেশের ১৮টি স্টলের মধ্যে হবিগঞ্জ পুনাক স্টল ৫ম স্থান অধিকার করার গৌরব আনার জন্য পুনাক সভানেত্রী মিসেস তাহেরা রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সকলকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন।
পরে পুলিশ সুপার মহোদয় পুনাক সভানেত্রীর হাতে একটি শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন। মিসেস এনি চাকমা ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)/ মোঃ রাশেদুল ইসলাম এর সঞ্চালনায় সন্ধা হতে মধ্যাহ্ন রাত পর্যন্ত জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র এর ফলাফল ঘোষনা এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠাণ অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবার বর্গসহ হবিগঞ্জ জেলা পুলিশের সকল স্তরের পুলিশ সদস্যগণ, সিভিল স্টাফ পরিবারসহ অংশগ্রহণ করেন।