২৮শে জানুয়ারী রবিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগে মেসার্স সাগর সৈকত হোটেলকে ৪ হাজার টাকা, একই অভিযোগে নাদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাকে প্রতিশ্রুত ওজনে মিষ্টি সরবরাহ না করায় গোল্ডেন মাতৃভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঔষধের গায়ের মূল্য কেটে কলম দিয়ে বেশি লেখায় মেডিসিন স্কয়ারকে ২ হাজার টাকা জরিমানাসহ ভোক্তা অধিকার বিরোধী এমন কর্মকাণ্ডের অভিযোগে মোট ৪ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম।