দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলছে মাধবপুরে কমলপুর গ্রামের আমির হোসেন ও শাহাবুদ্দিনের সাথে চলছে মামলা,পাল্টা মামলা ও হামলা মতন ঘটনাও।এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আমির হোসেনের স্ত্রী রুনা আক্তার বাদী হয়ে এলাকার কৃষক শাহাবুদ্দিন,অটোচালক মিয়া ও সাবেক মেম্বার আমজাদ হোসেন মাসুদের বিরুদ্ধে মারামারি চুরি ডাকাতির ধারায় হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করায় বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় কেউ কেউ।
রুনা আক্তার বলছেন,আমরা ভুক্তভোগী মামলা দায়ের করেছি।এলাকার মীমাংসায় ইহার সমাধান হচ্ছে না। মামলার অন্যতম বিবাদী শাহাবুদ্দিন বলেন,এদের সাথে এ নিয়ে নিয়ে আমি জমিজমা নিয়ে ভেজালের এর মধ্যে আছি।
এ পরিস্থিতিতে তারা আমাকে আসামী করে মামলা দায়ের করেছে।এর সঠিক তদন্ত ও বিচার চাই।আমি কোন দোষ করিনি। স্থানীয় আওয়ামী লীগ নেতা এবায়দূর রহমান বিলাল বলেন,বিষয়টি এটো সিরিয়াস ছিলা না বসে সুরাহা করা সম্ভব।মামলা হামলা করা নিষ্প্রয়োজন ছিল।
এদিকে এলাকার সচেতন মহলের দাবি, কোন পাওনাদানা থাকলে সেটি বসে সমাধান করা উচিত। মামলা হামলা এলাকার দুর্নাম আনে। তাই দ্রুত অস্থির পরিস্থিতির সুরাহা করার দাবি জানান।