কালিগঞ্জ উপজেলার মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী অয়ন আল মাসুদ এর কলমের কালি না থাকায় কলম কেনার জন্য ছুটি চাওয়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী কর্তৃক বেদম প্রহর করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত ২৪ জানুয়ারি স্কুল চলাকালীন সময়ে মেধাবী শিক্ষার্থী অয়ন আল মাসুদ মারাত্মক অসুস্থ হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। সে কালিগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মোহাম্মদ আজিজুর রহমানের ছেলে। এ বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলী কর্তৃক তার ছেলেকে অমানুষিক নির্যাতন ও শরীরের স্থানে বেত্রাঘাত করে বেধড়ক মারপিট করার মাসুদের শরীরে বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। শিক্ষকের এ ধরনের আচরণে বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
এ বিষয়ে শিক্ষার্থী পিতা আজিজুর রহমান বিনা অপরাধে শিক্ষক কর্তৃক পুত্রকে অমানুষিক নির্যাতন বেত্রাঘাতে আহত করার প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছে, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ মিডিয়ার কাছে।
এ বিষয়ে মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক পার্থ সারথির কাছে জানতে তিনি ঘটনার সততা স্বীকা করে র বলেন আমি ওই দিন স্কুলে ছিলাম না তবে একটি ঘটনা ঘটেছে আমি শুনেছি অভিভাবকরা চাইলে আমি মীমাংসার চেষ্টা করব।