হবিগঞ্জের বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, এর নির্দেশে এএসআই (নিঃ) রিমন ঘোষ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩শে জানুয়ারী ২০২৩খ্রিঃ রাতে বানিয়াচং থানার ৯নং পুকড়া ইউনিয়নের আউয়াল মহল বাজার (মাদানীগঞ্জ) এর পূর্ব পাশে তাজুল মিয়ার দোচালা টিনসেডের পরিত্যক্ত ছোট ঘরে অভিযান পরিচালনা করেন।
ঐসময় সেখানে জুয়া খেলায় অবস্থানরত জুয়ড়ীগণ পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে এএসআই (নিঃ) রিমন ঘোষ তাহার সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় জুয়ারী ১. ইকবাল মিয়া(৩২), পিতা-সানু মিয়া ,স্থায়ী: গ্রাম- সাহেপুর (হাইপুর, ৬নং ওয়ার্ড, ৯নং পুকড়া ইউ/পি) , উপজেলা/থানা- বানিয়াচং, জেলা -হবিগঞ্জ, ২. আব্দুল হামিদ (৫০), পিতা-মৃত আব্দুল হাসিম ,স্থায়ী: গ্রাম- আউয়াল মহাল (৫নং ওয়ার্ড, ৯নং পুকড়া ইউ/পি) , উপজেলা/থানা- বানিয়াচং, জেলা -হবিগঞ্জ, ৩. মানিক মিয়া (৩০), পিতা-ফুল মিয়া ,স্থায়ী: গ্রাম- কাটখাল (৩নং ওয়ার্ড, ৯নং পুকড়া ইউ/পি) , উপজেলা/থানা- বানিয়াচং, জেলা -হবিগঞ্জদের গ্রেফতার সহ জুয়া খেলার নগদ ৫,৫৪০/-টাকা ও জুয়া খেলার ৩৮০ পিস তাস(কার্ড) টচলাইট জব্দ করেন।
এই সংক্রান্তে বানিয়াচং থানায় প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু পূর্বক আসামীদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অবহ্যত থাকবে বলে জানিয়েছেন ওসি অজয় চন্দ্র দেব।