হবিগঞ্জের বাহুবলে ট্রাক্টরের রাতভর চলাচলের শব্দে রাস্তার পাশে থাকা মানুষের রাতের ঘুম হারাম হতে চলেছে। এমনকি গ্রামের রাস্তা,গাছগাছালি ও ফসলী জমির ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। এমনকি অসুস্থ মানুষেররা পড়েছেন বিপাকে। স্থানয় প্রভাবশালী ব্যক্তিরা এসব কাজে জড়িত থাকায় কেউই ভয়ে মুখ খুলে প্রতিবাদ করতে পারছেনা। চোখবুঝে ক্ষতি সহ্য করতে হয়েছে।
প্রশাসনিক কঠোর ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। উপজেলার মিরপুর সবকটি এলাকা সহ গাংদার, ফতেহপুর,স্নানঘাট, বাগদাইর,অলুয়া,সংকরপুর এলাকায়ও পুরোদমে চলছে এক্সভেটর দিয়ে মাটি কাটার হিড়িক। মাঝেমাঝে প্রশাসনের পক্ষে জরিমানা করা হলেও তা যেইসেই। আবার কেউকেউ বলছেন,২মাসের জন্য মাটি কাটার অনুমতি নেওয়া হয়েছে। তবে বাহুবল উপজেলা সহকারী কমিশনার ভূমি রুহুল আমিন জানিয়েছেন,এ মাটি কাটার অনুমতির বিষয়ে অবগত নন।