হবিগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক বিলিকৃত মাধবপুর উপজেলার হরুশপুর বাজারের গত ৩০ ডিসেম্বরে আগুনে পুড়ে যাওয়া ১৮ টি দোকান মালিককে সরকারি সাহায্য দেওয়া হলেও সেখানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে ভিন্ন লোককে প্রনোদনা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, হরুশপুর বাজারের হোমিওপ্যাথি দোকানদার গিয়াস উদ্দিন স্বপন ধর্মগড় ইউপির চেয়ারম্যান এর সাথে সুসম্পর্কের সুবাদে ক্ষতিগ্রস্তদের তালিকা নাম দিয়ে তিনি সরকারি সাহায্য ২ বান টিন ও ৬ হাজার টাকা পেয়েছেন।তার কোনো ক্ষতির আলামত পাওয়া যায়নি দাবী স্থানীয় দোকানদারদের। ক্ষতিগ্রস্ত দোকানদার ও স্থানীয় সংবাদকর্মী আজিজুর রহমান জানান,সরকারি ক্ষতিপূরণ বিলিতে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমার দোকান পুড়ে ছাই হলেও আমি কোনো ক্ষতিপূরণ পাইনি।৩/৪ জন দোকানদার ও দোকান মালিক রয়েছে তাদের দোকান পুড়ে গেলেও তাদের নাম দেওয়া হয়নি। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ জানান,সাহায্য বিতরনের সময় আমি উপস্থিত ছিলাম না জেলা প্রসাশক দিয়েছেন আর গিয়াসউদ্দিন স্বপনে কিছুটা ক্ষতি হয়েছে বলেই তার নাম আমরা প্রেরণ করেছি। এ ব্যাপারে জানতে চাইলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরীকে ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।