নাটোরের সিংড়া মডেল প্রেসক্লাবের ফয়েজ উদ্দিন আহমেদ স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। রবিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টায় সিংড়া মডেল প্রেসক্লাব কার্যালয়ে ফলক উন্মোচনের মাধ্যমে “ফয়েজ উদ্দিন আহমেদ স্মৃতি পাঠাগার” এর শুভ উদ্বোধন করা হয়।
পরে মডেল প্রেসক্লাবের কনফারেন্স রুমে সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এসময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল ইমরান, সিংড়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজীব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হারুন বাশার, কলেজ ছাত্র সংসদের ভিপি মাসুম আলী, জিএস উম্মে আমারা ইসলাম সুখী ও মডেল প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট বাকীবিল্লাহ।
আরো উপস্থিত ছিলেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার হোসেন আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, সাংগঠনিক সম্পাদক রবিন খান, কোষাধ্যক্ষ লিটন আলী, দপ্তর সম্পাদক মাহিদুল ইসলাম মানিক, প্রচার সম্পাদক ফজলে রাব্বি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ সরকার, ক্রীড়া সম্পাদক সুজিত সাহা, সদস্য আলামিন হোসেন, মাসুদ রানা, আনোয়ার ইবনে হাসিব ও সাধারণ সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)নাটোর জেলা শাখার ও ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার নাটোর জেলা ব্যুরো ব্যুরো চিফ বেল্লাল হোসেন বাবু প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিংড়া মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।