সুনামগঞ্জের সীমান্তে অভিযানে ১ লক্ষ ২ হাজার ৯৫০ টাকার অবৈধ পন্য সহ ৪ জনকে আটক করেছে ২৮- বিজিবি টিম।
জানা যায়, সীমান্ত পিলার ১১৯৩/৫- এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরেন্দ্রনগর এর রংগছড়া নামক স্হান হতে ২৪ হাজার ৫৩০ টাকার মদ,আইটেল স্মার্ট মোবাইল ফোন, চার্জার,সীমকার্ড ও নগদ টাকা সহ ১ জনকে আটক করে।
আটককৃত আসামি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার গিরিধরপুর গ্রামের মৃত নুরুল ইসলাম এর পুত্র মো. নোমান আহমেদ (১৮)। এদিকে একই দিনে বিকেলে বিরেন্দ্রনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মেডিক্যাল সহকারী শ্রী জোতিন্দ্র সিং এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১১৯৩/৮- এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুন্দরবন নামক স্হান হতে ৭৮ হাজার ৪২০ টাকার গাঁজা, মোবাইল, চার্জার, সীমকার্ড, নগদ টাকা সহ ৩ জনকে আটক করে।
আটককৃত আসামিরা হচ্ছেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইগরতলী গ্রামের মৃত আব্দুল মনার পুত্র আনোয়ার আলী( ১৮), মৃত আব্দুল হাসেম এর পুত্র সাকিব মিয়া( ২২) এবং খোরশেদ আলীর পুত্র নয়ম মিয়া (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান।