চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫সিপিসি-১ ক্যাম্পের আয়োজনে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ৫শত কম্বল বিতরণ করা হয়েছে।
১৪ (জানুয়ারী) বেলা এগারোটায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় দারিয়াপুর ঈদগাহ মাঠে বিভিন্ন বয়সের ৫শত নারী-পুরুষ ও শিশুদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যাব-৫ রাজশাহীর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়া,কমান্ডার আরাফাত ইসলাম, কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর উপস্থিতিতে ৫শত জন দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ৫শত কম্বল বিতরণ করেন।
অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার শীতার্ত মানুষজনদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন। এসময় অন্যান্য র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে র্যাব-৫ রাজশাহীর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, প্রতিবছর অতিরিক্ত দেশের দুস্থ-অসহায় মানুষজন এই তীব্র শীতে কষ্ট করেন। এসব শীতার্তদের পাশে দাড়িয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই র্যাবের এই ক্ষুদ্র প্রয়াস। র্যাব-৫ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।